মেয়ে জন্মানোর অপরাধে তিন তালাকের শিকার হলেন ৭ বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন

ভারতে তিন তালাকের কথা প্রায় শোনা যায়। কিন্তু এবার এই প্রথার শিকার হলেন দেশটির সাত বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন। তার গলায় উঠেছে অজস্র মেডেল। কিন্তু তিন তালাকের অভিশপ্ত হাত এড়াতে পারেননি তিনিও। কন্যা সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ জাতীয় স্তরের নেটবল খেলোয়াড় শুমায়ালা জাভেদকে তিন তালাক দেন তাঁর স্বামী আজম আব্বাসি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে তাঁর ওপর হওয়া অন্যায়ের বিচার চেয়েছেন শুমায়ালা।
উত্তরপ্রদেশের আমরোহা জেলার বাসিন্দা শুমায়ালার সঙ্গে ২০১৪ সালে বিয়ে হয় লখনউ-এর আজম আব্বাসির। বিয়ের পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর অত্যাচার করত বলে অভিযোগ করেছেন এই ন্যাশনাল চ্যাম্পিয়ন। বিয়ের পর আজমকে শুমায়ালার বাবা ৩ লক্ষ টাকা পণ দেন। তাও আরও টাকা চেয়ে মাঝেমধ্যেই অত্যাচার চলত। এমনকি তাঁকে একবার আগুনে পুড়িয়ে মারাও চেষ্টা হয়।
শুমায়ালা গর্ভবতী হয়ে পড়লে পুত্রসন্তান না জন্মালে কপালে দুঃখ আছে বলে হুমকি দিতে থাকে তাঁর শ্বশুর-শাশুড়ি। গোপনে আলট্রাসাউন্ড পরীক্ষা করিয়ে যখন তারা জানতে পারে যে শুমায়ালার গর্ভের সন্তানটি মেয়ে, তখন আট মাসের গর্ভবতী শুমায়ালাকে বাড়ি থেকে বার করে দেয়। তাঁর বাবা ফের তাঁকে সেখানে রেখে আসলে চলতে থাকে অত্যাচার। মেয়ে জন্মানোর পরে শুমায়ালাকে তিন তালাক দেন তাঁর স্বামী। তাঁর ওপর হওয়া এই অত্যাচারের প্রতিকার চেয়ে এখন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এই ন্যাশনাল চ্যাম্পিয়ন। সূত্র: এই সময়
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন