মেয়ে বিয়ে দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন? (ভিডিও সহ)

ঢাকা থেকে গিয়ে অনেক পুরুষই গ্রামে বিয়ে করনে। নিজের কিছু না থাকলেও গ্রামে গিয়ে সাধারণ মানুষগুলোর কাছে দাবি করেন ঢাকায় তার ব্যবসা-বাণিজ্যসহ নানান প্রপার্টি রয়েছে।
ওইসব ছেলেদের দেখতে বেশ ভালোই। আবার ঢাকায় থাকে। সেখানে তার অনেক কিছু রয়েছে। এই ভেবে গ্রামের সাধারণ ও গরীব মানুষগুলো তার আদরের মেয়ে শান্তিতে থাকবে এই ভেবে তার সঙ্গে বিয়ে দেন।
নতুন স্ত্রী ও তার পরিবারের সঙ্গে বেশ ভালোই আচরণ করেন ওইসব পুরুষরা। পরে কিছু দিনের মধ্যেই নববধূকে ঢাকায় নিয়ে আসা হয়। আর ঢাকায় এসেই ওই মেয়ের কপালে যা জুটে তা কাউকে বলাও যায় না এবং সহ্যও করা করতে পারে না।
গ্রামে যে স্বামীটিকে দেখেছে ঢাকায় এসেই তার ভিন্ন চেহারা। ওই পুরুষ টাকার জন্য সদ্য বিবাহিতা স্ত্রীকে হোটেলে বিক্রি করে দেয়। এরপর তাকে দিয়ে করানো হয় দেহ ব্যবসা।
এক এক রাতে এক এক পুরুষের সাথে টাকার বিনিময়ে রাত কাটাতে হয় এসব নারীদের। বিনিময়ে তারা পায় শুধু দু-বেলা খাবার। আর পুরোটাই দালাল বা তার মালিকের। তাই মেয়ে বিয়ে দিচ্ছেন কার কাছে দিচ্ছেন জেনে নিন।
https://youtu.be/7H4ar3zGICM
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন