মে দিবসে শ্রমিকদের জন্য সালমার ‘দরদ’ [ভিডিও]

মে দিবসে উপলক্ষে ইউটিউবে প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী সালমার ‘মন মাঝি’ অ্যালবামের ‘দরদ’ গানের লিরিকাল ভিডিও। কেন এতো দরদ রে তোর/ আমার লাগি পোড়াস অন্তর/ দিবা নিশি এক করে দিস /উজাড় করে বুকের পাজর- শ্রুতি মধুর গানটি লিখেছেন জাহিদ আকবর, সুর করেছেন জিয়াউদ্দিন আলম।
জনপ্রিয় এই ক্লোজআপ তারকা বলেন, ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হয়েছে। এটি ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। অ্যালবামের টাইটেল গানটি প্রকাশ হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে। বাকি দুইটি গানে মধ্যে আরো একটি গান মে দিবসে উপলক্ষে আজ প্রকাশ পেয়েছে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বাকি গানটি সিঙ্গেল ট্র্যাক হিসেবে আগামী ঈদে এক্সক্লুসিভলি জিপি মিউজিক ও জিসান মাল্টিমিউজিকের ইউটিউবে চ্যানেলে এক সাথে প্রকাশ হবে । আশা করছি ‘মন মাঝি’ গানের মত শ্রোতাদের দরদ গানটি জনপ্রিয় হবে। মে দিবসে ভিন্নমাত্রা যোগ করবে আমার শ্রমিক ভাইদের কাছে।
অ্যালবামে থাকবে ‘মন মাঝি’, ‘দরদ’ এবং ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, মুশফিক লিটু রেজয়ান শেখ এবং জিয়াউদ্দিন আলম।
‘মন মাঝি’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সালমার ইচ্ছে এই অ্যালবামের তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা। তবে ‘মন মাঝি’ গানটি খুব শিগগিরি ভিডিও শুটিং শুরু করবেন। এদিকে সালমা বর্তমানে ব্যস্ত স্টেজ শো নিয়ে
দেখুন গানটটির ভিডিও:
https://youtu.be/nBp6jcJKfMQ
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন