মে দিবসে শ্রমিকদের জন্য সালমার ‘দরদ’ [ভিডিও]
মে দিবসে উপলক্ষে ইউটিউবে প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী সালমার ‘মন মাঝি’ অ্যালবামের ‘দরদ’ গানের লিরিকাল ভিডিও। কেন এতো দরদ রে তোর/ আমার লাগি পোড়াস অন্তর/ দিবা নিশি এক করে দিস /উজাড় করে বুকের পাজর- শ্রুতি মধুর গানটি লিখেছেন জাহিদ আকবর, সুর করেছেন জিয়াউদ্দিন আলম।
জনপ্রিয় এই ক্লোজআপ তারকা বলেন, ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হয়েছে। এটি ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। অ্যালবামের টাইটেল গানটি প্রকাশ হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে। বাকি দুইটি গানে মধ্যে আরো একটি গান মে দিবসে উপলক্ষে আজ প্রকাশ পেয়েছে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বাকি গানটি সিঙ্গেল ট্র্যাক হিসেবে আগামী ঈদে এক্সক্লুসিভলি জিপি মিউজিক ও জিসান মাল্টিমিউজিকের ইউটিউবে চ্যানেলে এক সাথে প্রকাশ হবে । আশা করছি ‘মন মাঝি’ গানের মত শ্রোতাদের দরদ গানটি জনপ্রিয় হবে। মে দিবসে ভিন্নমাত্রা যোগ করবে আমার শ্রমিক ভাইদের কাছে।
অ্যালবামে থাকবে ‘মন মাঝি’, ‘দরদ’ এবং ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, মুশফিক লিটু রেজয়ান শেখ এবং জিয়াউদ্দিন আলম।
‘মন মাঝি’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সালমার ইচ্ছে এই অ্যালবামের তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা। তবে ‘মন মাঝি’ গানটি খুব শিগগিরি ভিডিও শুটিং শুরু করবেন। এদিকে সালমা বর্তমানে ব্যস্ত স্টেজ শো নিয়ে
দেখুন গানটটির ভিডিও:
https://youtu.be/nBp6jcJKfMQ
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন