মে মাসজুড়ে বৃষ্টির সম্ভাবনা
তীব্র তাপদাহের পর গত রোববার দেশজুড়ে বৃষ্টি হওয়ায় স্বস্তি এসেছে জনজীবনে। কয়েকদিনের টানা গরমের পর বৃষ্টিতে সারাদেশে বিরাজমান তাপপ্রবাহও কমে এসেছে।
সোমবারও কম-বেশি বৃষ্টি হয়েছে রাজশাহী ছাড়া দেশের বাকি অংশে। মঙ্গলবার দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে দিনের তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এ সময় ঢাকা, রাজশাহী, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগের বিরাজমান তাপপ্রবাহ কমে আসবে। আবহাওয়া অধিদপ্তর তাদের দেওয়া পূর্বাভাসে জানাচ্ছে, মে মাসজুড়ে স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হবে।
অবশ্য বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ও দেখা দিতে পারে। এমনকি দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র দুই থেকে তিনটি মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সংঘটিত হতে পারে বিভিন্ন মাত্রার কালবৈশাখী।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে ঢাকায় ১৩ থেকে ১৫ দিন, চট্টগ্রামে ১১ থেকে ১৩ দিন, সিলেটে ১৮ থেকে ২০ দিন, রাজশাহীতে ১০ থেকে ১২ দিন, রংপুরে ১১ থেকে ১৩ দিন, খুলনায় ৮ থেকে ১০ দিন এবং বরিশালে ১০ থেকে ১২ দিন বৃষ্টিপাত হতে পারে।
গত রোববার ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, সদ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সিলেট, শ্রীমঙ্গল, ঈশ্বরদী, খুলনা, রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া ও ভোলায় বৃষ্টি হয়। বৃষ্টির পর রাজধানীতে তাপমাত্রা গত দু’দিনে এক লাফে ছয় ডিগ্রি সেলসিয়াস কমেছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা এখনও অপরিবর্তিত, ৩৬ ডিগ্রির ঘরেই আছে। যদিও তা সোমবার দুপুরে রাজধানীতে ছিল মাত্র কয়েক ঘণ্টা।
আগামী মে মাসজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে আরও জানাচ্ছে, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্রসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী এবং অন্যান্য স্থানে তিন থেকে চার দিন হালকা বা মাঝারি কালবৈশাখী হতে পারে। অধিদপ্তর জানায়, এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে শতকরা ৫২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।
এপ্রিল মাসের সার্বিক আবহাওয়া চিত্রে বলা হয়েছে, গত মাসে সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি, রাজশাহী বিভাগে প্রায় স্বাভাবিক ও অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের প্রায় সবখানে মাঝারি তাপপ্রবাহ বয়েছে। রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ তীব্র আকার পায়। ২৯ এপ্রিল রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন