মৈত্রী সম্মাননা পেলেন আঁখি
ভারত থেকে মৈত্রী সম্মাননা পেলেন সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর। পশ্চিমবঙ্গের খোলামন নামের একটি সংগঠন এই সম্মাননা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার একটি কনভেনশন সেন্টার থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। এ সম্পর্কে আঁখি বলেন, ‘খোলামন প্রতি বছরই এই ধরনের সম্মাননা দিয়ে থাকে। এর আগে আমাদের দেশ থেকে অনেক গুণী মানুষ এই সম্মাননা পেয়েছেন। এবার পুরস্কারটির জন্য আমাকে তারা বেছে নেয়ায় সম্মানিত বোধ করছি। আশাকরি এর মাধ্যমে দুই দেশের সংস্কৃতিক অঙ্গনের সোহার্দপূর্ণ সম্পর্ক আরো বেশি মজবুত হবে।’ স্টেজ শো আর প্লেব্যাক নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। সম্প্রতি নতুন একটি ছবিতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ছবির নাম রাত ১২টার পরে। পরিচালক দেওয়ান নাজমুল। দুটি গানের শিরোনাম ‘কুহু কুহু ডাকে’ ও ‘কাঞ্চা মনে এই রঙ রাঙালী’। দেওয়ান নাজমুলের লেখা গান দু’টির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন হক ও রবিন ইসলাম। ‘কাঞ্চা মনে এই রঙ রাঙালী’ গানে আখির সাথে সহশিল্পী ছিলেন সঙ্গীত পরিচালক রবিন ইসলাম। অন্য গানটি আঁখির একক কণ্ঠে। আঁখি বলেন, ‘দুটি গানের মধ্যেই পাহাড়ি একটি আবহাওয়া খুঁজে পাবেন শ্রোতারা। একটি গান মেলোডি অন্যটি পাহাড়ি।’ তিনি বলেন, ‘ছবির নায়িকা পাহাড়ি মেয়ে আর তার ঠোঁটেই যাচ্ছে আমার গাওয়া গান। স্বাভাবিকভাবেই গানের কথাগুলো পাহাড়ি ভাষায়। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজনে অনেক বৈচিত্র্যময়তা রয়েছে।’ পরিচালক দেওয়ান নাজমুল বলেন, রাত ১২টার পরে শতভাগ হরর ছবি। প্রেক্ষাপট পাহাড়ি এলাকা হওয়াতে গানগুলো পাহাড়ি ভাষায় লিখতে হয়েছে। বলতে গেলে আমার গল্পে ভাষাগত জটিলতা আছে। তাই কণ্ঠশিল্পী নিয়ে বেশ টেনশনে ছিলাম। কিন্তু আঁখি আলমগীর তার পুরোটাই উৎরে গেছেন। অনেক দিন পর বাংলাদেশে একজন শিল্পী পেলাম যার কাছে ভাষাগত কোনো জটিলতা নেই। সাবলীলভাবেই গানের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্নতরু সূত্রে জানা যায়, আগামী মাসে ছবিটির শুটিং শুরু হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন