মোঘল সম্রাটের বংশধররা বর্তমানে কে কোথায় আছেন?
ছবিতে যাদের দেখছেন তারা শেষ (১৭তম) মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এর নাতির ঘরে ছেলের পরিবার । তারা কলকাতার বস্তিবাসী ।
যে ৬ জন মুঘল সম্রাট সবচেয়ে পরিচিত বাবর, হুমায়ুন, আকবর দ্যা গ্রেট, জাহাঙ্গীর, শাহজাহান, এবং আউরঙ্গজেব তারা ১৫২৬-১৭০৭ পর্যন্ত ভারত শাসন করেছেন এবং রাজ্য বিস্তার করেছিলেন । এর মধ্যে আকবর এবং আউরঙ্গজেব সবচেয়ে দীর্ঘ সময় শাসন করেন – প্রত্যেকে ৪৯ বছর করে । সম্রাট শাহজাহান বিখ্যাত তার তাজমহলের জন্য – তিনি ছিলেন বিবির জন্য নিবেদিত প্রাণ সম্রাট । কারণ বোধহয় তার পিতা সম্রাট জাহাঙ্গীর – জাহাঙ্গীর সাহেবের ২২ জন বিবি ছিলেন যাদের উল্লেখ আছে নথিপত্রে । উল্লেখ ছাড়া আরো থাকতে পারে।
এই বিখ্যাত ছয় জনের পরে যে এগারজন মুঘল সম্রাট ভারতবর্ষ শাসন করেছিলেন (১৭০৭ – ১৮৫৭) তাদের অধিকাংশেরই পোড়া কপাল – বিলাতিদের সামাল দিতে হয়েছে । শেষমেষ ১৮৫৭ সালে বাহাদুর শাহ জাফরে এসে মুঘল সম্রাজ্য শেষ নিঃশ্বাস ত্যাগ করে ।
আল্লাহর দুনিয়া কি বিচিত্র ! যে আকবরকে বলা হতো “আকবর দ্যা গ্রেট”, যে সম্রাট শাহজাহান বিশবছর ধরে তাজমহল বানালেন শ্বেতপাথর আর হীরা-জহরত দিয়ে, তাদের বংশধররা আজ বস্তিবাসী ।
আকবর দ্যা গ্রেট আর সম্রাট শাহজাহানের এক বিন্দু ক্ষমতাও কি আছে যে কবর থেকে উঠে এসে তাদের বস্তিবাসী বংশধরদের একটু সাহায্য করবে?
মানুষ অতি অসহায় – জীবিত এবং মৃত দুই অবস্থায়ই – কেউ বোঝে, কেউ না বুঝে ক্ষমতার প্রতাপ দেখায় । আল্লাহ চাইলে অবশ্যই তার সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন – তিনি কেবল কিছুদিনের অবকাশ দেন মাত্র।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন