মোদিকে গায়ে জড়ালেন রাখি
বিতর্কিত হয়ে খবরে আসার বিষয়টি রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন বলিউডের ‘আইটেম কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি আঁকা পোশাক পরে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।
ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাখি। সেখানে তার পরনে ছিল কালো রঙের লো কাট স্কার্ট এবং যার পুরোটাই নরেন্দ্র মোদির ছবি আঁকা। শুধু তাই নয় কিছু কিছু ছবি উদ্দেশ্য প্রণীতভাবে বিশেষস্থানে বসানো বলে ধারণা করা হচ্ছে। পোশাকটি পরে অনুষ্ঠানে নাচতেও দেখা গেছে তাকে।
নরেন্দ্র মোদির ছবি আঁকা পোশাক পরিহিত রাখির ছবি অনলাইনে প্রকাশের পর থেকেই তা নিয়ে শুরু হয় নিন্দার ঝড়। অনেকেই মনে করছেন, এ কাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করা হয়েছে।
এফআইএ শিকাগোর একজন ট্রাস্টি শরীফ বিষয়টিতে খুবই হতাশ হয়েছেন। তার মতে- এটি নরেন্দ্র মোদিকে অপমান করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিশ্চিত সংশ্লিষ্ট কর্মকর্তা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন কারণ তিনি তার দায়িত্ব সম্পর্কে ভালোভাবে জানেন। আমি আশা করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি আঁকা অর্ধনগ্ন পোশাক পরার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।’
এর আগে নানা কারণে বিতর্কিত হয়েছেন রাখি। সর্বশেষ গত জুলাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা বাল্মীকিকে নিয়ে অবজ্ঞাসূচক মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন