মোদিকে হত্যার পরিকল্পনা করেছে লস্কর-ই তায়েবা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনা করেছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তায়েবা। এ লক্ষ্যে গত মাসে তাদের কমপক্ষে চারজন সদস্য ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছে। মোদিকে হত্যাচেষ্টা ব্যর্থ হলে সাম্প্রতিক প্যারিস হামলা বা ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে পরিচালিত হামলার মতো গণহারে হত্যার পরিকল্পনা করেছিল গোষ্ঠীটি। তবে এ হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ভারতের গোয়েন্দারা। ইন্টেলিজেন্স ব্যুরো [আইবি] ও দিল্লি পুলিশ ওই চার সন্ত্রাসীকে ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশের সহায়তায় গোয়েন্দারা দুই জঙ্গিতে ধরতে সক্ষম হয়েছে বলে উচ্চ পর্যায়ের সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে।
সূত্র জানায়, মূলত দুটি পরিকল্পনা নিয়ে লস্কর-ই-তায়েবার চার জঙ্গি ভারতে প্রবেশ করেছে। একটি হলো রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদির কোনো সমাবেশে ১৩ নভেম্বরের প্যারিস বা ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই সন্ত্রাসী হামলার মতো বড় ধরনের কোনো হামলা চালানো। এ লক্ষ্যে মোদির দুর্ভেদ্য নিরাপত্তাবেষ্টনি ভেদ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট জঙ্গি সসদ্যসের নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটানো বা সমাবেশে জড়ো হওয়ার জনতার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপের কথা ছিল। এ পরিকল্পনা ব্যর্থ হলে জঙ্গিদের দ্বিতীয় পরিকল্পনা ছিল দিল্লি এবং জম্মু-কাশ্মীরে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানো যার রাজনৈতিক ও সাম্প্রদায়িক প্রভাব থাকবে।
লস্কর-ই তায়েবা জঙ্গিদের টেলি যোগাযোগে হস্তক্ষেপ [ইন্টারসেপ্টস] করে তাদের ‘ভিঅাইপি’ শব্দটি বারবার ব্যবহার করতে শোনা গেছে। এ ব্যাপারে দিল্লি পুলিশের এফঅাইআর’এ এমনটি উল্লেখ করা হয়েছে। এছাড়া জঙ্গিরা দেশটিতে প্রবেশের পরই লস্কর-ই-তায়েবার নতুন কমান্ডার আবু ডুজানার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছিল যেখানে অপারেশন পরিচালনার জন্য তারা সরঞ্জাম ও স্থল সাহায্য চেয়েছিল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন