‘মোদি সরকার ফেলার ছক ছিল সমাজকর্মীদের’
যে সব কমিউনিস্ট নেতা, সমাজকর্মী ও মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মোদি সরকার ফেলার চক্রান্তের ‘যথেষ্ট সাক্ষ্য প্রমাণ’ রয়েছে। চাপের মুখে শুক্রবার মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন মহারাষ্ট্র পুলিশের অতিরিক্ত ডিজি পরম বীর সিংহ। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও আনন্দবাজারের।
সংবাদ সম্মেলনেই এডিজি একটি চিঠি দেখিয়ে দাবি করেন, ‘আরও একটা রাজীব গান্ধীর মতো ঘটনা ঘটিয়ে মোদি-রাজ শেষ করার কথা ওই চিঠিতেই লেখা ছিল। চিঠিতে গ্রেনেড লঞ্চারের জন্য আট কোটি টাকার দরকার বলেও উল্লেখ করা হয়েছিল।’
হাজার হাজার মাও প্রচার পুস্তিকা, ই-মেইল, চিঠি অন্যান্য নথিপত্র উদ্ধার হয়েছে। রাজীব গান্ধীর মতো ঘটনা বলতে ‘রাজীব হত্যার’ প্রসঙ্গই উল্লেখ করতে চেয়েছেন এডিজি। তিনি বলেন, পুলিশের হাতে এমন বহু প্রমাণ রয়েছে, যাতে প্রমাণ করা যাবে ধৃতদের সঙ্গে মাওবাদীদের যোগ রয়েছে।
তিনি বলেন, মাওবাদীদের যোগসাজশে ‘রকেট লঞ্চার’ হামলার মতো বড় নাশকতার স্পষ্ট প্রমাণ মিলেছে। ‘গত জুনে এবং এই মাসে বিভিন্ন শহরে যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, অনেক আগেই তাদের সঙ্গে মাওবাদী যোগসূত্র পাওয়া গিয়েছিল। তল্লাশির পরে যা তথ্যপ্রমাণ আমরা পেয়েছি, তাতে এই যোগসূত্র আরও মজবুত হয়েছে।’
এডিজির কথায়, ‘তারা মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাচ্ছিলেন। সমাজকর্মী রোনা জ্যাকব উইলসনের কম্পিউটার থেকে আমরা যে চিঠি পেয়েছি তাতে কমিউনিস্ট নেতা কমরেড প্রকাশকে তিনি লিখেছেন, ‘মোদি-রাজের অবসান ঘটাতে আমাদের বাস্তবসম্মত পদ্ধতি নিতে হবে।
আশা করি মাও নেতা কিষানের গ্রেনেড হামলা বাবদ ৮ কোটি রুপির প্রস্তাব আপনি পেয়েছেন। রাজীব গান্ধীর মতো ঘটনা ঘটানো যায় কিনা, ভাবছি।’ রোনাকে জুন মাসে গ্রেফতার করেছিল পুলিশ। সুপ্রিমকোর্টের নির্দেশে বৃহস্পতিবার হায়দ্রাবাদে নিজের বাড়ি ফিরেছেন তেলেগু অধ্যাপক-কবি ভারাভারা রাও।
আগের দিন ভারাভারার জামাই অভিযোগ করেছিলেন, ‘তাদের বাড়িতেও তল্লাশির সময়ে তাদের কী ভাবে হেনস্থা করেছিল পুলিশ। অদ্ভুত সব প্রশ্ন করছিল। বাড়িতে এত বই কেন, এত বই আমরা পড়ি কিনা, চীন থেকে প্রকাশিত বই রয়েছে কেন, বাড়িতে আম্বেদকরের ছবি রয়েছে, কিন্তু ভগবানের কোনো ছবি নেই কেন- এ রকম হাজারো প্রশ্ন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন