‘মোদী সরকার নয়, ব্যাধি সরকার চলছে কেন্দ্রে’
মানুষের ভোগান্তি আশঙ্কা করে প্রথম রাতেই গর্জে উঠেছিলেন তিনি। টাকা তুলতে গিয়ে মানুষের কী ভোগান্তি হচ্ছে তা নিজের চোখে দেখতে শনিবার দুপুরে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। তার পর নবান্নে ফিরে মানুষকে ‘ভাতে মারার’ দায়ে সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে ঝাঁঝিয়ে বলেন, ‘মোদী সরকার নয়, ব্যাধি সরকার চলছে কেন্দ্রে। এই সরকার কালা, ঝুটা, গন্দা!’
কেন্দ্রের ‘কালো নীতি’ প্রত্যাহারের দাবিতে সংসদের আসন্ন অধিবেশনে একজোট হওয়ার জন্য সিপিএম-সহ সমস্ত বিরোধী দলকে আহ্বানও জানান তিনি। তাঁর কথায়, ‘সিপিএম-ও কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করছে। ওঁদের সঙ্গে আমার মতাদর্শের ফারাক রয়েছে ঠিকই। কিন্তু মানুষের দুর্ভোগের সময়ে এ সব ভাবলে চলবে না। এ ব্যাপারে সংসদে ওঁদের সঙ্গেও সমন্বয় করে চলব।’
মমতার এই মন্তব্য বিজেপি নেতৃত্বের কপালের ভাঁজ গভীর করেছে। একে তো যত দিন যাচ্ছে, তত ধৈর্য হারাচ্ছেন সাধারণ মানুষ। তার উপর সংসদে বৃহত্তর বিরোধী ঐক্য গড়ে তোলার যে চেষ্টা মমতা করছেন, তাতে তাঁরা রাজনৈতিক ভাবে আরও কোণঠাসা হবেন। শুধু সপা-বিএসপি বা কংগ্রেস নয়, শিবসেনা, এডিএমকে, বিজু জনতা দলের মতো বিজেপির শরিক ও বন্ধু দলগুলিকেও পাশে পাওয়ার চেষ্টাও চালাচ্ছেন মমতা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন