মোবাইলে কথা বলায় স্বামীর আপত্তি, গৃহবধূর আত্মহত্যা
পিরোজপুরের জিয়ানগরে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। তার নাম মর্জিনা বেগম (২১)। পুলিশ তার লাশ উদ্ধার করে আজ শুক্রবার ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দুরকানী গ্রামের নজরুল ইসলামের মেয়ে মর্জিনা বেগম (২১) স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যায়। গৃহবধূ মর্জিনা বেগম বাবার বাড়িতে এসে মোবাইল ফোনে অন্যের সঙ্গে কথা বলায় স্বামী সুমন আপত্তি জানায়। এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।
এ নিয়ে অভিমান করে বৃহস্পতিবার রাতে ঘরের পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পরে জিয়ানগর থানা পুলিশ গৃহবধূর লাশটি উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠায়।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১২টায় থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গলায় ফাঁস দেয়া গৃহবধূর লাশ উদ্ধার। আজ তার মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিরাজগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল স্কুলের নৈশ প্রহরী
সিরাজগঞ্জের কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলেরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে চাঁই বিক্রি করে স্বাবলম্বী অনেক পরিবার, রয়েছে স্বল্প সুদে ঋণ সুবিধার অভাব
এম. ডি. ইউসুফ, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠীতে বাঁশ দিয়ে তৈরীবিস্তারিত পড়ুন
বখাটে ছেলে রুবেলকে পরকিয়া প্রেমিক ও বন্ধু সহ গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা
স্বরুপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবী গ্রামের আবুল কালামেরবিস্তারিত পড়ুন