মোবাইল কিনে না দেয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা
রাজশাহী : মোবাইল ফোন কিনে না দেয়ায় আত্মহত্যা করেছে সূর্যী খাতুন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী।
শনিবার রাতের যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহত সূর্যী খাতুন রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকার মজিবুরের রহমানের মেয়ে। তিনি নগরীর খাদেমুল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
ওই ছাত্রীর বাবা মজিবুর রহমান জানায়, তার সাধুর মোড় এলাকায় একটি চায়ের দোকান আছে। সেই দোকানে ব্যবসার টাকায় সংসার চলে। মেয়ে সূর্যী অনেক দিন থেকে একটা মোবাইল কিনবো বলে বায়না করছিল। কিন্তু অভাবের সংসার তা তাকে কিনে দেয়া সম্ভব হয়নি। শনিবার রাতে মোবাইল কিনে দেয়া নিয়ে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে আমরা সবাই রাতে ঘুমিয়ে পড়ি। সকালে তার ঘরে এসে দেখি ওড়না সঙ্গে ঝুলছে।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম জানায়, সূর্যী খাতুন বাবা মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন