মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহীর পবার দর্শনপাড়া গ্রামে মোবাইল চোর সন্দেহে হাসান (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার তোজবুলের ছেলে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
নিহতের পিতা তোজবুল জানান, তার ছেলে হাসান শহরে রিকশা চালায়। আজ দুপুরে দর্শনপাড়া ইউনিয়নের ওয়াজেদ মেম্বার মোবাইল ফোনে জানায় যে তার ছেলে হাসানকে মোবাইল চোর সন্দেহে বেঁধে রাখা হয়েছে। এ খবর শুনে তিনি বাড়ি থেকে ঘটনাস্থলে রওনা দেন। তার কিছু পরে তিনি জানতে পারেন যে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
এ ব্যাপারে পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন