মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই বন্ধ, কোটি টাকার আখ শুকাচ্ছে
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের (মোচিক) ব্রয়লারের ওয়াটার টিউব নষ্ট হওয়ার কারণে সোমবার সন্ধ্যা ৬টা থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। কখন মিলটি উৎপাদনে ফিরবে তা নিশ্চিত করতে পারেনি মিল কর্তৃপক্ষ। ফলে মিলের ৪৫টি আখ ক্রয় কেন্দ্রে লাখ লাখ টাকার আখ শুকিয়ে যাচ্ছে। মোচিকের কারখানা মহাব্যবস্থাপক জিএম নওশেরুজ্জামান মিল বন্ধ হওয়ার খবর নিশ্চিত করে জানান, ব্রয়লারের একটি ওয়াটার টিউব নষ্ট হয়ে যাওয়ায় কারণে উৎপাদন বন্ধ রয়েছে।
তিনি জানান, প্রকৌশলীরা নিরলস ভাবে কাজ করছেন। বুধবার রাতের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করছি। মোচিকের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবি জানান, অনেক দিনের পুরানো টিউব, তাই লিক করেছে। এ কারণে মিল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরো জানান, ব্রয়লারের ওয়াটার টিউবসহ যাবতীয় মালামাল চলে এসেছে। বুধবারের মধ্যে মিলটি চালু করা সম্ভব হবে। এদিকে অভিযোগ উঠেছে মাড়াই শুরু হওয়ার আগে সংস্কারের জন্য বাজেট থাকলেও পুরানো যন্ত্রপাতি দিয়েই মাড়াই শুরু করা হয়েছে। ফলে পুরোদমে মাড়াইয়ে যেতে না যেতেই উৎপাদন বন্ধ হয়ে গেছে। মোচিক সুত্রে জানা গেছে, প্রায় ৬০ কোটি টাকার চিনি অবিক্রিত রেখে এবং ১৫০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিতে গত ৪ ডিসেম্বর ২০১৫-১৬ সালের আখ মাড়াই মৌসুম শুরু হয়। ৬০ কর্মদিবসে ৭৫ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৫ হাজার ৬২৫ মেট্রিকটন চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
চিনিকলে ২০১৫-১৬ মাড়াই মৌসুমে আখ সংগ্রহের লক্ষমাত্রা রয়েছে ১ লাখ ১০ হাজার মেট্রিকটন। আর চিনি আহরনের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ২৫০ মেট্রিকটন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৬৭-৬৮ সালের মাড়াই মৌসুম থেকে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু করে চিনিকলটি। ৪৭টি মাড়াই মৌসুমে ১৬ বার লাভের মুখ দেখলেও বাকি মৌসুম গুলোতে ১শ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫০ কোটি পুঞ্জিভূত ঋণ মাথায় নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে মিলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন