মোশাররফ করিমের স্পেশাল ফাইভ
বৈশাখী টেলিভিশনের এবারের ঈদ অনুষ্ঠানমালায় থাকছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ভিন্ন স্বাদের ৫টি নাটক। পরপর ৫ দিন বিশেষ এ নাটকগুলো প্রচার হবে। এতে ভিন্ন ভিন্ন পাঁচটি মজার চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন মোশাররফ করিম।
নাটকগুলো হচ্ছে কচি খন্দকারের রচনা ও পরিচালনায় ‘মানুষ অমানুষ’। মোশাররফ করিমের সঙ্গে এতে অভিনয় করেছেন উর্মিলা ও সোহেল খান। দয়াল শাহের রচনা ও শামস করিমের পরিচালনায় ‘বুলির বেলকনি’। এতে মোশাররফ করিমের সঙ্গে রয়েছেন শার্লিন ও ঝুনা চৌধুরী। মাসুম শাহরিয়ারের রচনা ও মুরসালিন শুভ’র পরিচালনায় নাটক ‘অভিনন্দন’। এতে মোশাররফ করিমের সঙ্গে রয়েছেন জান্নাতুল পিয়া, শহিদুল্লাহ সবুজ। হাসান মোরশেদের পরিচালনায় নাটক ‘প্রযত্নে চোর’।
মোশাররফ করিম ছাড়াও নাটকটটিতে অভিনয় করেছেন নাদিয়া নদী ও কচি খন্দকার। মুসাফির সৈয়দের রচনা ও পরিচালনায় নাটক ‘শেখ সাদী’র ‘সেইসব দিনরাত্রি’। এ নাটকে মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শ্নেহাশীষ অভি, ওয়াহিদ আকরাম।
ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটকগুলো।
এ ছাড়াও সাত পর্বের ধারাবাহিক ‘মাহিনের নীল তোয়ালে’, ‘অ্যাভারেজ আসলাম ইজ নট ব্যাচেলর’, ‘থমজ-৮’, ‘মেজাজ ফোরটি নাইন’, ‘বডিগার্ড হোসেন’ নাটকগুলো নিয়েও ঈদে দর্শকদের আনন্দ দেবেন এ অভিনেতা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন