শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোসাদ্দেক-মিরাজের ব্যাটে টাইগারদের লিড ১১৫ পেরিয়ে

বাংলাদেশের শততম টেস্টটি দুর্দান্ত একটি সেঞ্চুরি দিয়ে স্মরণীয় করে রাখলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের তৃতীয় দিন নিজের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব।

তবে সেঞ্চুরির পর বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। দলীয় ৪২১ রানের মাথায় চা পান বিরতির কিছুক্ষণ আগে ১১৬ রান করে লক্ষ্মণ সান্দাকানের চতুর্থ শিকার হয়ে ফিরতে হয়েছে তাঁকে।

অবশ্য আউট হওয়ার আগে সপ্তম উইকেটে তরুণ অভিষিক্ত ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে ১৩১ রানের জুটি গড়েছিলেন সাকিব যা কলম্বোর পি সারা স্টেডিয়ামে এখন পর্যন্ত এই উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

সাকিবের পাশাপাশি এদিন দুর্দান্ত খেলেছেন তরুণ মোসাদ্দেক হোসেনও। অভিষেক টেস্টেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৪৩৯ রান। লিড ১০৬ রানের। ক্রিজে মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে ৬০ রানে ব্যাট করছেন মোসাদ্দেক। অন্যদিকে মিরাজের করেছেন ১৬ রান।

এর আগে কলম্বো টেস্টের তৃতীয় দিন সাকিব আল হাসান এবং অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে শুরুটা ভালো করেছিলো বাংলাদেশ। অধিনায়ক মুশফিক তাঁর ১৭তম টেস্ট অর্ধশতক তুলে নিয়ে সাকিবের সাথে গড়েছিলেন ৯২ রানের এক অনবদ্য জুটি।

তবে দলীয় ২৯০ রানে লঙ্কান পেসার সুরঙ্গা লাকমলের দুর্দান্ত একটি বলে মুশফিক বোল্ড হয়ে ফিরে গেলে এই জুটি ভাঙ্গে। মুশফিকের পর সাকিবের সাথে ক্রিজে যোগ দেন মোসাদ্দেক এবং বিশ্বসেরা অলরাউন্ডারকে ভালোই সঙ্গ দেন।

টেস্টের দ্বিতীয় দিনটি অবশ্য খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের। যদিও এদিন নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার শুরুটা করেছিলেন দুর্দান্ত। ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে এগিয়েও নিয়ে যাচ্ছিলেন তাঁরা।

তবে এরপরেই শুরু হয় টাইগারদের উইকেট হারানোর মিছিল। দিনের শেষভাগে লঙ্কান স্পিনার লক্ষ্মণ সান্দাকান এবং রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে স্কোরবোর্ডে ১৯৮ রান তুলতেই দ্রুত ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা।

এরপর ৫ উইকেটে ২১৪ রান নিয়ে অধিনায়ক মুশফিক এবং অলরাউন্ডার সাকিব অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছিলেন। তামিম ইকবাল ৪৯ এবং সৌম্য সরকার খেলেছিলেন ৬১ রানের এক অনবদ্য ইনিংস।

এছাড়াও ইমরুল কায়েস এবং সাব্বির রহমানের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩৪ এবং ৪২ রান। লঙ্কানদের পক্ষে লক্ষ্মণ সান্দাকান একাই শিকার করেছেন ৩ টি উইকেট। অন্যদিকে অধিনায়ক রঙ্গনা হেরাথ নিয়েছেন ১ টি উইকেট।

উল্লেখ্য, নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশী বোলারদের দাপটে সবকয়টি উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করেছিলো স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৩ টি উইকেট শিকার করেছিলেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান, শুভাশিষ রায় এবং সাকিব আল হাসান ২ টি করে উইকেট লাভ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি