মোস্তাফিজকে নিয়ে রসিকতা করে যা বললেন অশ্বিন

ক্রিকেট বিশ্বের সাম্প্রতিক সময়ের উদীয়মান তারকা ক্রিকেটারদের তালিকা করলে সেখানে নিঃসন্দেহে থাকবে বাংলাদেশ দলের তরুণ পেসার মোস্তাফিজুর রহমানের নাম। অনেক ক্রিকেটবোদ্ধার মতে, বিশ্বসেরা বোলার হওয়ার সব গুণাগুণ রয়েছে তার মধ্যে। অভিষেকের পর থেকেই নিজের পারফরমেন্স দিয়ে মোস্তাফিজ অর্জন করে নিচ্ছেন সিনিয়র ক্রিকেটারদের প্রশংসা। এবার সেই দলে যোগ দিলেন রবিচন্দ্রন অশ্বিনও।
অশ্বিন অবশ্য মোস্তাফিজের প্রশংসা করেছেন ঠিকই, তবে তা কিছুটা রসিকতার ছলে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে প্রশ্ন করেন, এবারের আইপিএলের সবচেয়ে শক্ত দলটিই কি ইনজুরি আক্রান্ত একাদশ কিনা। কারণ অনেক তারকাই এবার ইনজুরির কারণে আইপিএলে নেই। সে তালিকায় অবশ্য আছেন অশ্বিন নিজেও।
জবাবে রবিচন্দ্রন অশ্বিন হেসে বলেন, ‘আমার মনে হয় ওই একাদশে চারজন বিদেশিও যোগ করা যাবে। ’ এসময় তিনি আরো বলেন, ‘আপনি যদি ওই তালিকাটা দেখেন তবে আমার মনে হয় সেটা একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী সদস্যদের দল মনে হবে। আপনি তালিকায় মোস্তাফিজকেও যোগ করতে পারেন যদি সে না থেকে থাকে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন