মোস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত সাসেক্স
ইঞ্জুরি থেকে সেরে উঠার পর ভিসা জটিলতায় কাউন্ট খেলতে এতদিন ইংল্যান্ডে পাড়ি জবাতে পারেননি মোস্তাফিজুর রহমান। অবশেষে মঙ্গলবার ভিসা হাতে পেয়ে, বুধবার সকালেই ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন কাটার মাস্টার। এ দিকে বাংলাদেশ জাতীয় দলের এ প্রতিভাবান ক্রিকেটারকে দলে পাচ্ছে নিশ্চিত হওয়ার পর যেন সাসেক্সের উচ্ছ্বাসের কমতি নেই।
মোস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত সাসেক্স
বহু প্রতীক্ষার পর, মোস্তাফিজের ভিসা প্রাপ্তির সুখবরটি জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাসেক্সের পক্ষ থেকে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে।
মোস্তাফিজুর রহমানের ইংল্যান্ড পাড়ি দেওয়ার খবরে সাসেক্স তাদের সত্যায়িত ফেসবুক পেজে, কাটার মাস্টারের একটি ছবি দিয়ে লিখে, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের সাসেক্স ও এসেক্সের ম্যাচকে সামনে রেখে আগামীকাল মুস্তাফিজুর রহমান হোভে আসছেন।”
এসময় মোস্তাফিজুর রহমান সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ছাড়াও ৫০ ওভারের রয়্যাল ওয়ানডে কাপে খেলবে নিশ্চিত করে ছবিতে লেখা হয়, ” বাংলাদেশের আন্তর্জাতিক এ ক্রিকেটার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের পাশাপাশি রয়্যাল ওয়ানডে কাপেও ক্মাঠ মাতাবেন।”
উল্লেখ্য, আইপিএল শেষে দেশে ফিরে বিশ্রাম নিয়ে কিছুদিন পর সাসেক্সের হয়ে খেলার জন্য ইংল্যান্ড যাওয়ার কথা থাকলেও, ইঞ্জুরির জন্য বোর্ড থেকে অনাপত্তি না মিলায় এবং পরবর্তীতে ভিসা বিড়ম্বনার শিকার হওয়ায় কাউন্টি খেলতে একটু দেরীতেই দেশ ছাড়তে হয় কাটার মাস্টারকে। সবকিছু ঠিক থাকলে সাযেক্সের হয়ে আগামী ম্যাচে অর্থাৎ, এসেক্সের বিপক্ষে ২১ তারিখই বাঁ-হাতি এ পেসারের অভিষেক ঘটতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন