যে কারনে মোস্তাফিজকে মনে পড়ছে মাশরাফির
আরেকটি সিরিজ ঘরের মাঠে। অথচ নেই সেরা অস্ত্রটি হাতের কাছে। এমন মুহূর্তের সামনে দাঁড়িয়ে মাশরাফির মনে মোস্তাফিজ নামটি উঁকি দিচ্ছে। কিন্তু তার পরপর আবার বাস্তবেও ফিরে আসছেন অধিনায়ক। বলছেন, ‘ওকে সত্যি মিস করছি। কিন্তু যারা দলে আছে, তাদের জন্য এটা সুযোগ। ও না থাকার চ্যালেঞ্জ ওরা নেবে। আমরা সেরা বোলিং অ্যাটাক নিয়েই মাঠে নামবো।’
গত ১১ আগস্ট ইংল্যান্ডে কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে বাঁ কাঁধের অস্ত্রোপচার করান মোস্তাফিজুর। বেশ কয়েকটি সিরিজে মাঠে নামতে পারবেন না তিনি।
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের পেস আক্রমণে ছিলেন মাশরাফি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন। পরে আল আমিনের জায়গায় দলে ঢুকেছিলেন শফিউল ইসলাম। এই বোলিং আক্রমণ নিয়েই বাংলাদেশ পেয়েছিল সাফল্য। এবার আফগানিস্তান সিরিজেও একই আক্রমণ।
‘আমরা সর্বশেষ বিশ্বকাপ যখন খেলেছিলাম আমাদের এই আক্রমণই ছিল। সত্যি বলতে আমরা ফিজকে মিস করব। তবে আমরা যারা আছি তাদেরও প্রমাণ করার একটা সুযোগ থাকছে। যারা বাইরে ছিল এবার তারা নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে। আর এখন ওয়ানডেতে আমাদের পেস বোলারদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আমি মনে করি আমাদের সেরা আক্রমণই আছে।’ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন মাশরাফি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন