মোস্তাফিজের অবস্থা ভালো, দেশে ফিরছেন শুক্রবার
বাঁ-কাঁধে অস্ত্রোপচারের পর আজ আবার লন্ডনের হাসপাতালে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তাঁর বর্তমান অবস্থা দেখে সন্তুষ্ট শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস। আপাতত মোস্তাফিজের কাঁধে তেমন কোনও সমস্যা নেই। খুব দ্রুতই দেশে ফিরতে পারবেন তিনি। আগামী শুক্রবার বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন বাংলাদেশি এই পেসার।
অ্যান্ড্রু ওয়ালেসের সঙ্গে দেখা করতে বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটার দিকে ফোর্টিয়াস হাসপাতালে যান মোস্তাফিজুর রহমান। সেখানে অ্যান্ড্রু ওয়ালেস মোস্তাফিজের বাঁ-কাঁধের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করেন।
দেবাশিস চৌধুরী বলেছেন, মোস্তাফিজের অবস্থা ভালো। ক্ষত শুকিয়ে আসছে। আগামী শুক্রবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিব। মোস্তাফিজকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেয়া হয়েছে।
মোস্তাফিজের ক্রিকেটে ফিরতে আরও পাঁচ-ছয় মাস লেগে যেতে পারে। তবে, এক মাস পর টেনিস বলে বোলিং শুরু করতে পারবেন। তখন থেকে ব্যাটিও করতে পারবেন।
সম্প্রতি কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ড যান মোস্তাফিজুর রহমান। সেখানে গিয়ে তিনি ইনজুরিতে পড়েন। পরে সেখানেই তাকে চিকিৎসক দেখানো হয়। পরে লন্ডনেই তাকে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়া হয়। মোস্তাফিজের অস্ত্রোপচার করা হয় গত বৃহস্পতিবার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন