মোস্তাফিজের ঈদটাই মাটি করে দিল সাসেক্স!

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলার জন্য ভারতে চলে যান মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলে ডান পায়ের অ্যাংকেল ও হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে দেশে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। এসব চোটের চেয়েও বেশি মারাত্মক ছিলো মোস্তাফিজের পুষ্টিসংক্রান্ত এবং মানসিক সমস্যা। সবকিছু মিলিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে(ডিপিএল) খেলতে পারেন নি। তবে দেশে ফেরার পরে তার সার্বিক অবস্থার উন্নতি হয়েছে। ওজন বেড়ে প্রায় আগের অবস্থায় চলে আসায় পুষ্টির সমস্যাটা বলতে গেলে দূর হয়ে গেছে। সব মিলিয়ে আইপিএল থেকে যে শারীরিক অবস্থা নিয়ে ফিরেছিলেন, তার চেয়ে এখন অনেক ভালো আছেন মোস্তাফিজ।
আইপিএল খেলে ভারত থেকে দেশে ফিরে আবার সাসেক্সের হয়ে খেলার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল তার। তবে শতভাগ ফিট না থাকায় তার ইংল্যান্ডে যাওয়া অনিশ্চয়তার মধ্যে ছিল।
তবে সেই অনিশ্চয়তা অনেকট দূর হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) একটি সূত্র জানিয়েছিল, সব ঠিক থাকলে আগামী ১২ বা ১৩ জুন ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন ‘কাটার মাস্টার’। মুস্তাফিজের ইংল্যান্ডের ভিসা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এরই মধ্যে।
গত ৯ জুন থেকে বিসিবির ফিজিও-ট্রেনারদের তত্ত্বাবধানে শুরু হয়েছে মুস্তাফিজের পুনর্বাসন। ২৩ জুন নেটে বোলিং শুরু করেছিলেন, দুই-তিন দিন তা করেছেন কোনো সমস্যা ছাড়াই। তবে তার চার সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে আগামী মাসের প্রথম সপ্তাহে।
মুস্তাফিজকে এখনো শতভাগ ফিট না বললেও জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ওর পুনর্বাসনের আরও ৪-৫টা সেশন বাকি আছে। আশা করছি, এর মধ্যেই ও পুরোপুরি ফিট হয়ে যাবে। কিন্তু তার অভাব পূরণে বসে ছিল না সাসেক্স। প্রথম দফায় ডেভিড উইসেকে দলে নিয়েছিল তারা। এবার তিনটি টি-টোয়েন্টির জন্য শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলাসেকারাকে দলে নিয়েছে সাসেক্স।
সাসেক্সের এক আনুষ্ঠানিক বিবৃতিতে কুলাসেকারার যোগদান নিশ্চিত করা হয়। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে কেন্ট, মিডলসেক্স, গ্লামরগানের বিপক্ষে খেলার জন্যেই মূলত সংক্ষিপ্ত সময়ে তাকে দলে নিয়েছে দলটি।
শ্রীলঙ্কার হয়ে ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন কুলাসেকারা। এছাড়া ২১টি টেস্ট এবং ১৭৩টি ওয়ানডে ম্যাচেও শ্রীলঙ্কার জার্সি গায়ে মাঠে নেমেছেন এই পেসার। বৃহস্পতিবার কেন্টের বিপক্ষেই সাসেক্সের জার্সি গায়ে তাকে মাঠে দেখা যাবে।
সানরাইজার্স হায়াদারাবাদের হয়ে আইপিএল খেলার পরেই ইনজুরি চেপে ধরে মোস্তাফিজকে। সেরে উঠতে সময় লাগবে কিছুটা। সে জন্যেই তার অবর্তমানে কুলাসেকারার দ্বারস্থ হয়েছে দলটি। তবে এখনো মোস্তাফিজের আশা ছাড়ে নি ক্লাবটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন