‘মোস্তাফিজ যেন কে? তাকে আমি একেবারেই চিনি না: শ্রাবন্তী

ক্রিকেট বুঝে আর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে চেনে না এমন মানুষ পাওয়া যাবে না। বর্তমানে গোটা বিশ্বে বোলিং সেনসেশন বলতে যা বোঝায়, সেটাই এককথায় মোস্তাফিজ। তার বিষাক্ত কাটার আটকাতে গিয়ে বিশ্বের বহু তাবড় তাবড় ব্যাটসম্যানই হিমশিম খেয়েছেন।
সম্প্রতি আইপিলে তিনি সানরাইজার্স হায়দারাবাদের হয়ে মাঠে নেমেছিলেন। আন্দ্রে রাসেলকে তিনি তো কার্যত মাটিতে গড়াগড়িই খাইয়ে দিয়েছিলেন। গোটা ক্রিকেটবিশ্বই আজকাল এককথায় মোস্তাফিজর রহমানকে চেনে।
তবে মোস্তাফিজুরকে চেনেন না শুধু টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি ঢাকায় তার সিনেমার পোস্টার রিলিজ করতে এসেছিলেন। সেখানেই সাংবাদিকরা তাকে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে কিছু প্রশ্ন করেন। শ্রাবন্তী তখন সাফ বলে দেন, ‘বাংলাদেশ ক্রিকেট খেলে আমি শুধুমাত্র এটুকুই জানি। এর থেকে বেশি কিছু বলতে পারবো না।’
এরপর খানিক ঠাট্টার ছলেই সাংবাদিকরা তাকে মোস্তাফিজুর সম্পর্কে জানতে চান। জবাবে শ্রাবন্তী বললেন, ‘মোস্তাফিজ যেন কে? তাকে আমি একেবারেই চিনি না। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আমি শুধুমাত্র একজনকেই চিনি, তিনি সাকিব আল হাসান।’
উল্লেখ্য, আসছে ঈদে দেশজুড়ে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার বিগবাজেটের ছবি ‘শিকারি’। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। ছবিটির প্রচারণায় অংশ নিতে বাংলাদেশে উড়ে আসেন শ্রাবন্তী। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এতে ছবিটি নিয়ে নিজের প্রত্যাশা, শাকিবের সঙ্গে কেমিস্ট্রি নিয়েও কথা বলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন