বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোস্তাফিজ সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছেন ২০১৫ সালের জুলাইয়ে ! কতটুকু আত্মবিশ্বাসী মুশফিক !

টাইগার পেসার মোস্তাফিজুর রহমান সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছেন ২০১৫ সালের জুলাইয়ে। এরপর রঙিন পোশাক এবং প্রথম শ্রেণীর ম্যাচ খেললেও পাঁচদিনের ক্রিকেটে মাঠে নামেননি তিনি। তবে, দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেট খেলতে চলেছেন মোস্তাফিজুর রহমান।

আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে খেলতে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। বোলিং আক্রমণে সাকিব-মিরাজদের সঙ্গে মোস্তাফিজ থাকবেন বলে একটু বেশিই আত্মবিশ্বাসী মুশফিকুর রহিম।

টাইগার দলপতি মুশফিকুর রহিম বলেছেন, ‘সাকিব ও মিরাজের সাথে এখন আমাদের বোলিং আক্রমণে মোস্তাফিজ আছে। মোস্তাফিজ যে ধরনের বোলার সে এই উইকেটে স্বাগতিকদের চাপে রাখবে। প্রতিপক্ষ দলের অনেকেই মোস্তাফিজকে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে। তাছাড়া আমাদের বোলিং আক্রমণে তাসকিন আহমেদ আছে। আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে। তাহলে আশা করি ভালো কিছু হবে’।

তিনি আরও বলেন, ‘ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কোনও ব্যাটসম্যানকে জীবন পেতে দিতে চায় না। আমরা কঠোর পরিশ্রমের প্রতি গুরুত্ব দিচ্ছি। তাছাড়া আমরা এখানকার তাপের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছি। ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি ভালো’।

এই সিরিজে মুশফিকুর রহিমকে গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা যাবে না। তিনি খেলবেন স্পেশাল ব্যাটসম্যান হিসেবে। তাকে ব্যাট করতে দেখা যাবে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে।

এ বিষয়ে মুশফিকুর রহিম বলেন, ‘এখানে যে তাপ তাতে আপনি উইকেটকিপিং করেন বা ফিল্ডিং করেন সেটি গুরুত্বপূর্ণ বিষয় না। কাজটি খুবই কঠিন। আমি বারবার বলেছি যে, আমি যখন উইকেটকিপিং করি তখন উইকেট আরও ভালোভাবে বুঝতে পারি। আর ব্যাটিংয়ে এটি আমাকে সাহায্য করে’।

তিনি বলেন, ‘এটি ভিন্ন অনুভূতি হবে। আমাকে যা বলে দেয়া হয়েছে দলের জন্য আমাকে তাই করতে হবে। একজন টপ-অর্ডার ব্যাটসম্যান হিসেবে যতদূর সম্ভব দলকে সেরাটা দেয়ার চেষ্টা করব’।

মুশফিক বলেন, ‘আপনি টপ অর্ডারে খেলুন বা মিডল অর্ডারে খেলুন টেস্টে আপনাকে বড় ইনিংস খেলতে হবে। আমাদের ব্যাটসম্যানরা ভালো করার চেষ্টা করেন। কিন্তু মাঝে মাঝে তারা ভালো করতে পারেন না। গত দুই সপ্তাহ ধরে তারা কঠোর পরিশ্রম করছে। আশা করি, ম্যাচে এর প্রতিফলন ঘটবে’।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!