মোহনীয় রূপে রুপালি পর্দায় কাজল
দীর্ঘ পাঁচ বছর পর মোহনীয় রূপে রুপালি পর্দায় ফিরছেন নন্দিত অভিনেত্রী কাজল। মুক্তিপ্রতীক্ষিত ‘দিলওয়ালে’ ছবিতে একেবারে চোখ-ধাঁধানো আবেদনময়ী রূপ নিয়ে বলিউডে প্রত্যাবর্তন করছেন তিনি। এ ছবির জন্য তিনি ১২ কেজি ওজন কমিয়েছেন।
মিডডের খবরে জানা গেছে, ‘দিলওয়ালে’ ছবির ‘গেরুয়া’ শিরোনামের গানটির ভিডিওতে কাজল নিজেকে একেবারেই তরুণীর বেশে উপস্থাপন করেছেন। এমনকি এর মাধ্যমে নিজেদের অনস্ক্রিন রসায়নের জাদু ছড়িয়েছেন কিং খান ও কাজল। এর সঙ্গে ১৪ বছর আগে শাহরুখ-কাজল অভিনীত মুক্তিপ্রাপ্ত ‘কাভি খুশি কাভি গাম’ ছবির ‘সুরাজ হুয়া মধ্যম’ গানটির সাদৃশ্য খুঁজে পেয়েছেন অনেকেই। সম্প্রতি ‘গেরুয়া’ গানটির প্রকাশ উপলক্ষে মুম্বাইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এ ছবির প্রধান দুই তারকা শাহরুখ ও কাজল। অনুষ্ঠানে কাজলকে একেবারে মেদহীন অবয়বে দেখা গেছে। শুধু তাই নয়, চুলের কাটে আমূল পরিবর্তন এনেছেন তিনি।
এ প্রসঙ্গে ৪১ বছর বয়সী কাজল বলেন, ‘এ ছবির জন্য আমি নিজেকে বেশ সময় নিয়েই তৈরি করেছি। চরিত্রটির আদলে নিজেকে প্রস্তুত করতে আমাকে কঠোর ব্যায়াম ও ডায়েট কন্ট্রোল করতে হয়েছে। আমি আশা করি ‘দিলওয়ালে’ ছবির মাধ্যমে দর্শক নতুন এক কাজলকে খুঁজে পাবেন।
সূত্রটি আরো জানিয়েছে, এরই মধ্যে শাহরুখ-কাজল অভিনীত ‘গেরুয়া’ গানটি বলিউড টপচার্টের শীর্ষস্থান দখল করে নিয়েছে। ইউটিউবে গানটিতে ৮২ লাখ ৬ হাজার ২৬১ বার হিট পড়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও অন্তরা মিত্রা। এর সঙ্গীতায়োজন করেছেন প্রীতম। ‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ-কাজল ছাড়া আরো অভিনয় করেছেন কৃতি শ্যানন ও বরুণ ধাওয়ান। ছবিটি আগামী ডিসেম্বরে মুক্তি পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন