শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোহামেডানে মুশফিক-মুস্তাফিজ তামিম-সাকিব আবাহনীতে

টি ২০ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত কোনো ব্যস্ততা নেই বাংলাদেশ দলের। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে এখন ভারতে, বাকিরা ছুটি কাটাচ্ছেন। তবে সেই ছুটিও শেষের পথে। এবার মাশরাফিরা ঘরোয়া ক্রিকেট মাতাতে মাঠে নামবেন। ২০ এপ্রিল থেকে শুরু হবে ঢাকা লীগ। কাল ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ক্লাবগুলো ‘প্লেয়ার্স বাই চয়েস’ ড্রাফটের মাধ্যমে দল গঠনের কাজ সেরেছে। ধারণা করা হয়েছিল, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ক্লাবগুলোর আগ্রহের তালিকায় সবার আগে থাকবে মাশরাফি মুর্তজা ও তামিম ইকবালের নাম। কিন্তু লটারির মাধ্যমে আইকন খেলোয়াড়দের তালিকা থেকে প্রথম ১০টি ক্লাব মাশরাফির ব্যাপারে আগ্রহ দেখায়নি। ১১তম ক্লাব হিসেবে কলাবাগান ক্রীড়া চক্র মাশরাফিকে দলে নিয়েছে। লটারিতে চার নম্বরে আইকন খেলোয়াড় বেছে নেয়ার সুযোগ পাওয়া আবাহনী লিমিটেড নিয়েছে তামিম ইকবালকে। ভাগ্য ভালো হওয়ায় তারা সাকিব আল হাসানকেও দ্বিতীয় দফায় দলে নিতে পেরেছে। প্লেয়ার ড্রাফটে আইকন ও ‘এ’ প্লাস বিভাগের খেলোয়াড়দের মধ্য থেকে প্রথম খেলোয়াড় নেয়ার সুযোগ পায় শেখ জামাল। তারা মাহমুদউল্লাহ রিয়াদকে বেছে নেয়। এরপর প্রাইম ব্যাংক সাব্বির রহমানকে, প্রাইম দোলেশ্বর নাসির হোসেনকে দলে নেয়। উইকেটকিপার ও অধিনায়ক হিসেবে মোহামেডান পেয়েছে তাদের পছন্দের খেলোয়াড় মুশফিকুর রহিমকে। দ্বিতীয় দফায় লটারিতে মোহামেডান পায় পেসার মুস্তাফিজুর রহমানকে। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব মুমিনুল হককে, লিজেন্ডস অব রূপগঞ্জ সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনকে, গাজী গ্র“প ক্রিকেটার্স নিয়েছে এনামুল হক বিজয়কে। কোনো আইকন ও ‘এ’ প্লাস গ্রেডের খেলোয়াড়দের নেয়নি বাকি দু’দল- কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুল। আইকন খেলোয়াড়দের প্রত্যেকের পারিশ্রমিক ৩০ লাখ টাকা ও ‘এ’ প্লাস গ্রেডের ক্রিকেটারদের দাম ২৫ লাখ টাকা।

প্লেয়ার্স ড্রাফট পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহবুবুল আনাম। তাকে সহযোগিতা করেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান গাজী গোলাম মুর্তজা ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া। এ সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান উপস্থিত ছিলেন। ১২টি ক্লাব নিয়ে আয়োজিত ঢাকা লীগ ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়ানডে টুর্নামেন্ট। ‘প্লেয়ার্স বাই চয়েস’ ড্রাফট পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে জাতীয় দলের খেলোয়াড়দের। এ পদ্ধতির কারণে খেলোয়াড়রা নিজেদের পছন্দের দলে খেলার সুযোগ হারিয়েছেন। তবুও ক্লাবগুলোর দাবি মেনে এ পদ্ধতিতেই সম্মতি দেয় বিসিবি। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দল গত আসর থেকে দু’জন করে খেলোয়াড় রাখার সুযোগ পেয়েছে। গাজী গ্র“প ক্রিকেটার্স ছাড়া বাকি ক্লাবগুলো দু’জন করে খেলোয়াড় দলে রেখেছে। আইপিলে ব্যস্ত থাকায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে শুধু সুপার লীগ থেকে পাওয়া যেতে পারে। সেটা মাথায় রেখেই তাদের দলে নিয়েছে মোহামেডান ও আবাহনী। ‘এ’ প্লাস শ্রেণী থেকে প্রথম রাউন্ডের পছন্দে বাদ পড়ে যান মোহাম্মদ মিঠুন। কিন্তু রূপগঞ্জ তাকে দ্বিতীয় পছন্দে দলে নেয়।

বেলা ১১টায় শুরু হওয়া প্লেয়ার ড্রাফটের নিয়ম ছিল অনেকটা বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নিলামের মতো। তবে এখানে ক্লাবগুলোকে আগে লটারির মাধ্যমে সিরিয়াল করা হয়। তারপরই তারা বিভিন্ন ক্যাটাগরি থেকে খেলোয়াড় নেয়ার সুযোগ পায়। প্রতিটি ক্লাব নিজেদের চাহিদা মতো ১১, ১২ বা ১৩ জন করে ক্রিকেটার নিয়েছে। যে খেলোয়াড়রা রোববার কোনো দল পাননি তাদের মধ্য থেকে ক্লাবগুলো আরও খেলোয়াড় নেয়ার সুযোগ পাবে। এছাড়া বিদেশী খেলোয়াড় নেয়ার সুযোগ রয়েছে।

গত দুই আসরে পাকিস্তানের খেলোয়াড়রা ঢাকা লীগে না খেললেও এবার তাদের নিতে কোনো সমস্যা নেই। বিতর্কিত প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘দলবদল খেলোয়াড় ও ক্লবের ওপরই ছেড়ে দেয়া উচিত। তবে এ পদ্ধতিতে সব দলই শক্তিশালী হয়েছে। টুর্নামেন্টে লড়াইটা ভালো হবে।’ তিনি বলেন,

‘আগে যেখানে খেলোয়াড়রা ঠিকমতো পারিশ্রমিক পেতেন না বা কেউ অনেক টাকা পেলে বাকিরা কম পেতেন প্লেয়ার্স বাই চয়েস সেই জটিলতার অবসান করবে। এছাড়াও খেলোয়াড়দের আয় যদি ট্যাক্স দেয়ার মতো হয়, তাহলে সরকারও উপকৃত হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির