সোমবার, অক্টোবর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোহাম্মদ আলীর মৃত্যুতে তারকাদের কান্না

মোহাম্মদ আলী। সর্বকালের সেরা মুষ্ঠিযোদ্ধা হিসেবে মনে করা হয় তাকে, ছিলেন জীবন্ত কিংবদিন্ত। কিন্তু পৃথিবীর অগনিত ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে তিনি চলে গেলেন জীবনের ওপাড়ে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি হাসপাতালে শুক্রবারে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ ক্রীড়াবীদ! তার মৃত্যুতে শোকাহত বিশ্বের সকল ক্রীড়া জগতসহ সাধারণ মানুষও। তেমনি এই কিংবদন্তির মৃত্যু দুর্দান্তভাবে ছুঁয়ে গেছে বলিউডর তারকা অভিনেতা-অভিনেত্রীদেরও।

অমিতাভ বচ্চন সোশাল সাইটে মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেন, মোহাম্মদ আলী একজন গ্রেটেস্ট! অতি ভদ্র আর শিক্ষিত একজন মানুষ। তিনি শুধু রিংয়েই লড়ে যাননি, বরং তার বাইরেও সমান তালে লড়ে গেছেন। এবং বরাবরই জিতেছেন!

বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকর টুইট করে মোহাম্মদ আলীর মৃত্যুর খবর জানিয়ে স্মৃতি চারণ করে বলেন, একজন কিংবদন্তির বিদায়। একটি ফাইটে অংশ নেয়ার আগ মুহূর্তে মোহাম্মদ আলীর সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল।

বাবার মতো মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলীর প্রতি প্রবল দুর্বলতা ছিল অভিষেক বচ্চনেরও। আর সেকথা জানিয়েই অভিষেক জানালেন, বাবার(অমিতাভ বচ্চন) প্রথম যে খেলোয়াড়ের নাম আমি শুনেছি তিনি মোহাম্মদ আলী। তিনি ছিলেন সকলের জন্য অনুপ্রেরণা আর আদর্শের।

মোহাম্মদ আলীল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা, প্রযোজক, সঙ্গীতশিল্পী ও অভিনেতা ফারহান আখতারও। তিনি মোহাম্মদ আলীর আগে পরে কেউ নেই জানিয়ে বিখ্যাত এই মুষ্ঠিযোদ্ধার শান্তি কামনা করেন।

অ্যাকশন হিরো জন আব্রাহাম টুইটে মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে জানান, প্রজাপতির মতো সৌন্দর্য ছড়াতেন আর মৌমাছির মত হুল ফুটাতেন। আজকের দিনটি সত্যিই খুব শোকের!

অভিনেত্রী দিয়া মির্জা মোহাম্মদ আলীকে শৈশব কৈশোরের অন্যতম অনুপ্রেরণা দানকারী বলে আখ্যায়িত করে বলন, আপনার কাছ থেকে অনুপ্রেরণা না নিলে আমার শৈশব পরিপূর্ণ হতো না।

তুমুল জনপ্রিয় অভনেতা ও রনবীর কাপুরের বাবা ঋষি কাপুরও লতা মঙ্গেশকরের মত মোহাম্মদ আলীর সঙ্গে সাক্ষাতের বিশেষ মুহূর্তের কথা তুল ধরে স্মৃতি চারণ করেন। বলেন, আশির দশকে বাহরাইনে একটি অনুষ্ঠানে মোহাম্মদ আলীর সঙ্গে আমার প্রথমবার দেখা। তিনি সেসময় আমাকে ‘প্রীটি বয়’ বলে ডেকেছিলেন।

নেহা ধুপিয়া আলীর মৃত্যুতে শোক জানিয়ে টুইটে বললেন, পৃথবী একজন অসাধারণ মানুষকে হারালো।

সোফিয়া চৌধুরী টুইটে মোহাম্মদ আলীর বিশ্বজোড়া ভক্ত-অনুরাগীদের কথা উল্লেখ করে বলেন, সত্যিকারের অনুপ্রেরণাদানকারী এবং একজন চ্যাম্পিয়নকে হারালো বিশ্ব। কিন্তু বিশ্বজুড়ে তার যে পরিমাণ ভক্ত সমর্থক তা অসাধারণ। কিংবদন্তিকে শ্রদ্ধা।

এছাড়াও মহেশ ভাট, পূজা বেদি, রানা দাগ্গুবতি, অঙ্কুর তেওয়ারি, অর্জুন কাপুর, আয়ুষ্মান খুররানার মতো বলিউড তারকারা মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেন। এমনকি বলিউডের সুপারস্টারদেরও আলীর মৃত্যুতে সোশাল সাইটে তাদের ‘প্রোফাইল পিকচার’ পরিবর্তন করে মোহাম্মদ আলীর ছবি দিতে দেখা গেছে।

মোহাম্মদ আলীর জীবনী নিয়ে হলিউডে একাধিক সিনেমাও নির্মিত হয়েছে। এরমধ্যে দ্য সুপারফাইট, দ্য গ্রেটেস্ট, ফ্রিডম রোড এবং আলী উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, আফ্রিকান-আমেরিকান মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা মোহাম্মদ আলীর বক্সিংয়ে যোগ দেয়ার ব্যপারটা ছিল চূড়ান্ত নাটকীয়তা। মাত্র বারো বছর বয়সে এক সাইকেল চোরকে পাকড়াও করেন মোহাম্মদ আলী। ধস্তাধস্তির এক পর্যায়ে জোরসে ঘুসি মেরে বসেন আলী। আর এই ঘুষিই মূলত তাকে কিংবদন্তি বক্সারের তালিকায় জায়গা করে দেয়। কারণ সেই ছোট্টকালে ছিঁচকে চোরকে দেয়া বক্সিংয়ের স্টাইলটা দূর থেকে পছন্দ করে ফেলেন জো মার্টিন নামের এক পুলিশ অফিসার। এরপর আলীকে বক্সিংয়ে ভর্তি করাতে তিনিই সবচেয়ে বিশেষ ভূমিকা পালন করে ছিলেন।

ষাটের দশকে বক্সিংয়ে বিশ্ব মাতিয়ে দেন আলী। মাত্র আঠারো বছর বয়সে আন্তর্জাতিক মানের বক্সিংয়ে অভিষেকের পর একের পর এক তিনি হারাতে থাকেন টানি হানসেকার, জিম রবিনসন, হেনরি কুপার, জর্জ লোগান, আলন্সো জনসন ও জনি ফ্লি ম্যান, আর্চি মুর এবং ডাগ জোন্সের মতো বক্সারদের। এরআগে উনিশশো ষাট সালে রোম অলিম্পিকে বক্সিংয়ে সোনা জেতেন আলী। স্বর্ণ পদকজয়ী খেলোয়াড় হলেও শুধুমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে রোমের একটি রেস্টুরেন্টে তাকে খাবার দিতে অস্বীকৃতি জানায়। বর্ণবাদ প্রথার শিকার হয়ে ক্ষোভ আর অপমানে অলিম্পিকে জেতা স্বর্ণটি তিনি টাইগ্রিস নদীতে ফেলে দেন। এর ঠিক পরের বছরেই এক কৃষ্ণাঙ্গ নেতার অনুপ্রেরণায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর থেকে পরিচিত হন ‘মোহাম্মদ আলী’ নামে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত