মোহাম্মাদপুরে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

ঢাকার মোহাম্মদপুরে শাহজাহান রোডে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. সজীব (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত সজীব মোহাম্মদপুর টাউন হল-সংলগ্ন বিহারি ক্যাম্পের বাসিন্দা।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহজাহান রোডে এঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, “মোহাম্মদপুরের পুরান থানা রোডের মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের সামনে পূর্ব শত্রুতার জেরে দুই বন্ধুর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় রহমত উল্লাহ নামে একজন ফুটপাতের দোকান থেকে একটি ছুরি নিয়ে সজীব নামে এক তরুণকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন। ময়নাতদন্তের জন্য সজীবের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।”
তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডের পেছনে আরও কোনো ঘটনা রয়েছে কিনা, তদন্তের পর তা জানা যাবে। এছাড়া এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
এ দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে মর্গের সামনে গিয়ে দেখা যায়, নিহত সজীবের মা নাসিমা ছেলের শোকে আহাজারি করছেন। তাকে ঘিরে স্বজনরা সান্তনা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, “আমার ছেলে অনলাইনে বাসাবাড়ি বদলের কাজ করতো। আমরা টাউন হল বিহারি ক্যাম্পে থাকি। সামান্য ঘটনা নিয়ে আমার ছেলেকে শেষ করে দিলো।”
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন