মৌলভীবাজারে ‘গণধর্ষিতা’ ছাত্রীর লাশের সন্ধান দিল মহিষ!

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শাম্মী আখতার (১৮) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার টেংরা ইউনিয়নের কাছাড়ী করিমপুর গ্রামের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাম্মি আখতার ওই গ্রামের হারুন মিয়ার মেয়ে। তিনি তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশের ধারণা, ওই কলেজছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে।
নিহতের বাবা হারুন মিয়া জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাম্মি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যায়। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়।
শাম্মির ভাই শাকিব মিয়া জানান, শুক্রবার সকালে তাদের বাড়ির পাশের জমিতে মহিষ চড়াতে যান লোকমান মিয়া। এসময় একটি মহিষ পাশের জঙ্গলে ঢুকে যায়। তিনি (লোকমান) ওই মহিষ আনতে গিয়ে শাম্মির লাশ পড়ে থাকতে দেখেন।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, ‘আলামত দেখে মনে হচ্ছে গণধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। লাশের মুখে বেশ কিছু নখের দাগ ও ক্ষত চিহ্ন রয়েছে।’
ওই কলেজ ছাত্রী লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন

সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন

মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাইভাবে আসা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করাবিস্তারিত পড়ুন