মৌলভীবাজারে টয়লেট থেকে মোবাইল তুলতে গিয়ে যুবকের মৃত্যু
টয়লেট থেকে মোবাইল তুলতে গিয়ে ট্যাংকিতে পড়ে জাকির হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এ ঘটনা ঘটে।
এদিকে একই দিনে ওই এলাকায় হেলাল উদ্দিন (২৩) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পৃথক ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত জাকির উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামের মৃত আখতার আলীর ছেলে।
বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরের টয়লেটে গিয়ে জাকির হোসেনের মোবাইলফোন ট্যাংকে পড়ে যায়। পরে মোবাইলফোনটি উদ্ধারের জন্য ট্যাংকের ঢাকনা খুলে বাঁশ ধরে নিচে নামতে গিয়ে ট্যাংকের মধ্যে তিনি পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এসময় জাকির হোসেনকে উদ্ধার করতে ছোট ভাই আলী হোসেনও ট্যাংকে পড়ে আহত হন। পরে আলী হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।
অপরদিকে হেলাল উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সুফিনগর গ্রামের রফিক উদ্দিনের ছেলে ও বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হেলাল উদ্দিন সেহরী খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। সকালে পরিবারের সদস্যরা তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
হেলাল কী কারণে আত্মহত্যা করেছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা বলতে পারেননি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন
মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাইভাবে আসা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করাবিস্তারিত পড়ুন
শ্বশুর বাড়ি থেকে স্ত্রী না ফেরায় শ্যালিকাকে কুপিয়ে হত্যা
শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে গিয়েছিলেন মো. সালাউদ্দীনবিস্তারিত পড়ুন