মৌলভীবাজারে মেয়েকে হত্যা করে মায়ের বিষপান
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ছয় বছরের মেয়ে সাদিয়া বেগমকে বিষপানে হত্যা করে পারভীন বেগম (২৫) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় ওই গৃহবধূর চিকিৎসা চলছে।
এ ঘটনায় আজ শনিবার স্বামী জাকির হোসেন বাদী হয়ে পারভীনের বিরুদ্ধে জুড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারভীনের স্বামী জাকির প্রায় পাঁচ বছর যাবত কাতারে থাকেন। মাস দেড়েক আগে তিনি ছুটি কাটাতে বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার রাতে তিনি গ্রামের একটি দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিলেন। তখন তিনি খবর পান মেয়ে সাদিয়া বমি করছে। দ্রুত বাড়ি ফিরে তিনি মেয়েকে নিয়ে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।
এ সময় তার সঙ্গে স্ত্রী পারভীনও ছিলেন। কিন্তু রাস্তায় স্ত্রী পারভীনও বমি করতে শুরু করেন। এতে জাকিরের সন্দেহ হয়। পরে জাকির স্ত্রী ও মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাত তিনটার দিকে মেয়ে সাদিয়া মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী আজ শনিবার বিকেলে বলেন, সিলেট ওসমানী হাসপাতালে পুলিশি পাহারায় পারভীনের চিকিৎসা চলছে। শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলে ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন
মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাইভাবে আসা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করাবিস্তারিত পড়ুন
মৌলভীবাজারে টয়লেট থেকে মোবাইল তুলতে গিয়ে যুবকের মৃত্যু
টয়লেট থেকে মোবাইল তুলতে গিয়ে ট্যাংকিতে পড়ে জাকির হোসেন (২৪)বিস্তারিত পড়ুন