মৌসুমির জন্য ইরফানের ‘সারপ্রাইজ’

‘আমি অভিনয়ে একদম ফাঁকি দিই না। কিন্তু যখনই আমার সঙ্গে মৌসুমি অভিনয় করে, তখনই অভিনয়ে আমার ফাঁকি দেওয়া শুরু হয়।’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
গতকাল রোববার থেকে মৌসুমি হামিদের সঙ্গে জুটি বেঁধে একক একটি নাটকের শুটিং করছেন ইরফান। নাটকের নাম ‘সারপ্রাইজ’। সৈয়দ ইকবালের লেখায় নাটকটি পরিচালনা করছেন আজাদ আল মামুন। নাটকের সেট থেকে মৌসুমি সম্পর্কে এমনই একটা কথা বলেন ইরফান।
মৌসুমি ও ফাঁকি বিষয়ে ইরফান আরো বলেন, ‘মৌসুমি দুর্দান্ত অভিনয় করে। এ কারণে ওর সঙ্গে অভিনয় করতে গেলে দ্রুত শট ওকে হয়ে যায়। বারবার শট দেওয়া লাগে না। আমি অনেক রিলাক্স থাকি। আর মৌসুমি থাকলে আমি অভিনয় নিয়ে অনেক বেশি সিরিয়াসও থাকি না, কারণ আত্মবিশ্বাস কাজ করে যে আমরা ভালো করবই। এ কারণে মজা করে বললাম, অভিনয়ে ফাঁকি দিতে পারি।’
অন্যদিকে, মৌসুমিও নাটকটি নিয়ে উচ্ছ্বসিত। বললেন, ‘গল্পটা দারুণ। ইউনিটের সবাই আমরা মজা করে কাজ করছি।’
‘সারপ্রাইজ’ নাটকের গল্পে দেখা যাবে, ‘ইরফান তাঁর প্রেমিকা মৌসুমিকে অনেকবার সারপ্রাইজ উপহার দিতে চায়; কিন্তু কোনোভাবেই সে সফল হয় না। কারণ, কোনো না কোনোভাবে মৌসুমি সারপ্রাইজ উপহারের কথা আগেই জেনে যায়। কিন্তু নাটকের শেষে সারপ্রাইজ উপহার নিয়ে থাকে অনেক চমক। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। ’
কিছুদিন পরে ‘সারপ্রাইজ’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান নাটকের পরিচালক আজাদ আল মামুন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন