মৌসুমীর জন্মদিনে যা বললেন ওমর সানী, অনলাইনে তোলপাড় (দেখুন ভিডিও সহ)
চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঘরোয়া আয়োজনে মৌসুমীর জন্মদিন উদযাপন করেন পরিবারের সদস্যরা। মৌসুমীর কেক কাটার আগে ওমর সানী ফেসবুকে লাইভ ভিডিওতে আসেন। সে সময় মৌসুমী-ওমর সানীর ছেলেমেয়ে ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী মিশা সওদাগর, অমিত হাসান, পূর্ণিমা, আমিন খান, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, গীতিকার কবির বকুল, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীসহ আরো অনেকে।
লাইভ ভিডিওতে সবাই মৌসুমীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাই গল্প-গান-আড্ডায় মেতে ওঠেন। সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী ‘ও আমার বন্ধু গো’ গানটি গান। তাঁর সঙ্গে গানটি মৌসুমীও গেয়েছেন। জন্মদিন শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ জানান মৌসুমী।
মৌসুমীর জন্মদিন উপলক্ষে ওমর সানী বলেন, ‘মৌসুমীর জন্মদিনে আমাদের আজ কোনো পরিকল্পনা নেই। মৌসুমীর জ্বর। আমরা সারা দিন বাসায় থাকব। আর রাতে আমাদের কিছু বন্ধু-বান্ধব মৌসুমীকে শুভেচ্ছা জানাতে বাসায় এসেছিলেন। তাঁদের কাউকেই কিন্তু আমরা দাওয়াত করিনি। তাঁরা ভালোবেসে মৌসুমীকে শুভেচ্ছা জানাতে বাসায় এসেছিলেন। সবার সঙ্গে আমাদের খুব সুন্দর মুহূর্ত কেটেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে সালমান শাহ’র বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রজগতে আসেন মৌসুমী। এর পর অংসখ্য ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে ওঠেন তিনি।
https://youtu.be/8bXdKg3zJ2U
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন