ম্যরাডোনা বাংলাদেশে আসছেন, নিছক গুজব
চলতি বছরের শেষ দিকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগ বিসিএল। কমপক্ষে ৬টি দল তাতে অংশ নেওয়ার কথা রয়েছে। টুর্নামেন্ট শুরু হতে ঢের দেরি হলেও চলতি মাসের ২৮ তারিখে লোগো উম্মোচন করা হচ্ছে। ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজারসহ দেশের বেশ ক’য়েকটি মিডিয়া সংবাদ পরিবেশন করেছে, ঐ লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এমনকি বিসিএলের ম্যারাডোনার ব্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার কথাও জানায় মিডিয়াগুলো।
কিন্তু খবরটাকে নিছক গুজব বলে উড়িয়ে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘না, এধরনের খবরের কোনই ভিত্তি নেই। এটা নিছকই গুজব।’
প্রসঙ্গত, ২০১১ সালে মসির আর্জেন্টিনাকে এনে চমক দেখিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঢাকাতে নাইজেরিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ঐ ম্যাচটা আয়োজন করতে বাফুফের খরচ হয়েছিল প্রায় ২৫ কোটি টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন