ম্যাক্সওয়েল ও কুইনের ব্যাটিং তাণ্ডব

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগের ষষ্ঠ ম্যাচে সোমবার টিম পেইনের হোবার্ট হারিকেনসকে ৭ উইকেটে পরাজিত করেছে ডেভিড হাসির মেলবোর্ন স্টার্স।
এই ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমে হারিকেনসদের শুরুটা ভালো হয়নি। মেলবোর্ন স্টার্সের অজি পেসার বেন হিলফেনহাসের বোলিং তান্ডবে মাত্র ৬ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে হারিকেনস।
এরপর লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে সাথে নিয়ে ২৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন ওপেনিং ব্যাটসম্যান এবং অধিনায়ক টিম পেইন। ১৫ রান করে দলীয় ৩২ রানে ম্যাক্সওয়েলের একটি ফ্ল্যাট ডেলিভারিতে ফকনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাঙ্গাকারা।
এরপর চতুর্থ উইকেটে ১৪৫ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে তুলে আনেন হারিকেনসের পেইন এবং মিডল অর্ডার ব্যাটসম্যান জর্জ বেইলি।
এই দুই ব্যাটসম্যান মিলে দলকে দেড়শোর কোটা পার করান। দলীয় ১৭৭ রানে ৬১ বলে ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে হিলফেনহাসের তৃতীয় শিকার হয়ে ফেরেন পেইন। তাঁর এই ইনিংসটি ছিলো ১টি ছয় এবং ১১টি চারের সাহায্যে সাজানো।
পেইন ফিরে গেলেও ক্রিজে ছিলেন বেইলি। শেষ পর্যন্ত তাঁর ৪৬ বলে ৭৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে হারিকেনসরা।
১৮৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই মেরে খেলতে শুরু করেন মেলবোর্ন স্টার্সের দুই ওপেনিং ব্যাটসম্যান লুক রাইট এবং রব কুইনে। এই দুই ব্যাটসম্যান ৮৮ রানের জুটি গড়েন।
২৯ বলে ৪৮ রান করে হারিকেনসের বোলার ক্যামেরন বয়েসের বলে বোল্ড হয়ে ফেরেন ইংলিশ ব্যাটসম্যান রাইট। এরপর ক্রিজে আসা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন কুইনে।
১৫তম ওভারের তৃতীয় বলে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হওয়ার আগে ৭৫ রান করেন এই ব্যাটসম্যান। দলীয় রান তখন ২ উইকেটে ১৬১। এরপর ম্যাক্সওয়েলও মাত্র ২৮ বলে তুলে নেন তুলে তাঁর অর্ধশতক।
শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থেকেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাক্সওয়েল। ১৪ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচটি জিতে নেয় মেলবোর্ন স্টার্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন