ম্যাচের আগে বৃষ্টি হানার আশংকা! টাইগারদের সম্ভাব্য একাদশ

টেস্ট ও ওয়ানডে সিরিজ ড্রয়ের পর এবার টি-টুয়েন্টি সিরিজ জেতার পক্ষে মুখিয়ে আছে বাংলাদেশ ও শ্রীলংকা দুই দলই ।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথম টিতে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজ দিয়েই শ্রীলঙ্কা সফর শেষ হবে বাংলাদেশের।
সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই টি২০-তে অভিষেক হতে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। এই সফরের টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের সিরিজ দিয়েই এই দুই ফরম্যাটে অভিষেক হয়েছে মিরাজের। এখন বাকি ক্রিকেটের সংখিপ্ত ফরম্যাটের। কলম্বোতে খেলতে নামলে তাও পূরণ হয়ে যাবে এই তরুণ ক্রিকেটারের।
পালাবদলের মধ্য দিয়ে যাওয়া শ্রীলংকার অনভিজ্ঞ ও তরুণ দলটির বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে নিজেদের ফেভারিট ভাবার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু টি-টুয়েন্টিতে একটু হলেও এগিয়ে শ্রীলংকা। লংকানদের টি-টুয়েন্টি দলে ফিরেছেন লাসিথ মালিঙ্গার মতো মারণাস্ত্র। দলে রয়েছেন চামারা কাপুগেদারা, দিলশান মুনাবিরা ও থিসারা পেরেরার মতো ক্রিকেটার।
এই দলটিকে হারাতে একটু বেশীই বেগ পেতে হবে টাইগারদের। এ জন্য টাইগারদের হাতে তেমন কোনো অস্ত্রও নেই।
তবে ব্যাটিং লাইনআপ শক্ত করার মধ্য দিয়ে স্বাগতিকদের মোকাবেলা করতে পারেন টাইগাররা। এক্ষেত্রে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন হতে পারে বাংলাদেশের ভালো একটি অস্ত্র। অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটার শ্রীলংকার বিপক্ষে হতে পারে টাইগাদের লুকানো অস্ত্র।
এছাড়া বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম অতিথিদের পক্ষে আরও একটি ভালো অস্ত্র হয়ে উঠতে পারেন। আজকের ম্যাচে সর্বশেষ ওয়ানডে ম্যাচের বাংলাদেশ একাদশ অনেকটাই অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আজকের ম্যাচের আগে বৃষ্টি হানার আশংকা কথা জানিয়েছে ক্রিকইনফো। তবে তা না হলে শক্ত ক্রিজে ফাস্ট বোলাররা ভালো করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই প্রেমাদাসা স্টেডিয়ামে অবশ্য আগে যারা ব্যাটিং করেছে তাদের জয়ের হারই বেশি।
টাইগারদের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
মাশরাফির আফসোস !
টি-টোয়েন্টি খেলাটাকে বাংলাদেশ এখনও অবধি ঠিক নিজের করে নিতে পারেনি। ওয়ানডে, এমনকি টেস্টেও উন্নতি হচ্ছে। কিন্তু এই ছোট ফরম্যাটের খেলাটায় এখনও সেভাবে দাত বসাতে পারেনি। যদিও এর মাঝে দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে গিয়েছিলো বাংলাদেশ। তারপর আর উন্নতি নেই।
মাশরাফি বিন মুর্তজা বলছেন, টি-টোয়েন্টি খেলাটায় বাংলাদেশের যা করা উচিত ছিলো, তা করতে পারেননি তারা। গত এশিয়া কাপের কথা উল্লেখ করেই বলছিলেন, ‘এরপর আরও ভালো করা উচিত ছিলো। কিন্তু বিশ্বকাপে আমরা ম্যাচ শেষ করতে পরিনি, ভারতের বিপক্ষে ম্যাচ যদি দেখেন। তবে আমরা কিন্তু উন্নতি করছি, ভালো করছি। আমরা যেখানে যেতে চাই, যেখানে থাকা উচিত ছিলো সেখানে যেতে পারিনি। অন্যান্য দল দেখেন, ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অন্যান্য দলের দিকে তাকান, তারাও ভালো খেলছে। আমাদেরও ওদের মতো হতে হবে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন