‘ম্যাচ ফিক্সিং বিপিএলের জন্য অশনিসংকেত’

এবারের বিপিএলের শুরু থেকেই ম্যাচ ফিক্সিংটা বেশ জোরালোভাবে আলোচনায় এসেছে। প্রথমে এসেছে চিটাগং ভাইকিংসের পাকিস্তানি পেসার ইমরান খানের নাম। এরপর রংপুর রাইডার্সের ম্যানেজার সানোয়ার হোসেনের পর এবার বরিশাল বুলসের খেলোয়াড়দের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। এই অভিযোগ বিপিএলের জন্য অশনিসংকেত বলে মনে করেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম।
নিজ দলের বিপক্ষে ওঠা অভিযোগে হতাশা প্রকাশ করলেও, বিসিবির এখনই সতর্ক হওয়া উচিত বলে মনে করেন মুশফিক। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আমাদের মানতেই হবে, যে অভিযোগগুলো এসেছে তা আমাদের জন্য অশনিসংকেত। এ ব্যাপারে বিসিবির খুবই সতর্ক থাকা উচিত। তা না হলে বিপিএল ক্ষতিগ্রস্ত হবে। তবে আমাদের দল কোনোভাবেই এর সঙ্গে জড়িত নয়।’
বিপিএলে প্রথম ম্যাচ ফিক্সিং নিয়ে অভিযোগ উঠেছিল চিটাগংয়ের পাকিস্তানি পেসার ইমরান খান জুনিয়রের বিপক্ষে। এক ম্যাচে পরপর দুটি বলে ওভার স্টেপিং নো বল করায় অনেকেই তাঁকে নিয়ে সন্দেহ পোষণ করেন। অবশ্য পরবর্তী সময়ে এ অভিযোগ নিয়ে খুব একটা মাথা ঘামাতে দেখা যায়নি বিসিবিকে।
দ্বিতীয় অভিযোগটি উঠেছে রংপুরের ম্যানেজার সানোয়ার হোসেনের বিরুদ্ধে। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার নাকি তাঁর দলের খেলোয়াড় জুপিটার ঘোষকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। এ ব্যাপারে বিসিবির কাছে অভিযোগও করেন জুপিটার। তা নিয়ে এখন তদন্ত চলছে। অবশ্য রংপুর জুপিটারকে দল থেকে বহিষ্কার করে।
আর তৃতীয় অভিযোগটি উঠছে বরিশালের খেলোয়াড়দের বিপক্ষে। দলটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর আসিফ আকবর তাঁর দলে দেশি-বিদেশি সব খেলোয়াড়ের বিরুদ্ধে এই অভিযোগ করেন। অবশ্য তা নিয়ে উঠেছে সমালোচনা ঝড়। দলটির অধিনায়ক এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন