ম্যাচ শেষে মাশরাফির বিদায় নিয়ে যা বললেন সাকিব
জয়ের মাধ্যমে শ্রীলঙ্কা সফর শেষ করলো বাংলাদেশ। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের এই জয়ের ফলে সিরিজটি ১-১ ড্র হয়েছে।
আজ দলের জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে তিনি ৩১ বল খেলে করেছেন ৩৮ রান। আর বল চার ওভার বল করে ২৪ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। আজকের ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
অন্যদিকে, শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা আজ হ্যাট্রিক করেছেন। দুই ম্যাচে তিনি নিয়েছেন পাঁচটি উইকেট। তিনি পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
আজ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, আমি মনে করি এটা ভালো উইকেট ছিল। আমরা ভালো বল করেছি। আমরা শুরুতেই উইকেট নিতে পেরেছি। আমরা বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পায় না। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আমাদের আরও উন্নতি করতে হবে। আমাদের জন্য এটি অসাধারণ একটি সিরিজ ছিল। ছেলেরা ভালো খেলেছে। মাশরাফি ভাই স্পেশাল। আমি ভাষায় প্রকাশ করতে পারব না যে তিনি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। অবশ্যই, ওয়ানডেতে তিনি দলের জন্য বড় ভূমিকা পালন করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন