‘ম্যাচ হারলে বড় দলও বিড়াল হয়ে যায়’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তৃতীয় জয় পেয়েছে চিটাগাং ভাইকিংস। ঘরের মাঠ চট্টগ্রামে এসেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। অথচ ঢাকা পর্বের চার ম্যাচের তিনটিতেই হার মানতে হয়েছিল তাদের। চট্টগ্রামে টানা তিন জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। টানা হারতে থাকার সময় দলের মানসিক অবস্থা খুব খারাপ ছিল বলে জানান দলের অন্যতম সেরা খেলোয়াড় এনামুল হক বিজয়। হারতে থাকলে বড় দলও বিড়ালের মতো হয়ে যায় বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিজয় বলেন, ‘সত্যি কথা, প্রাণ ফিরে আসছে। ম্যাচ জিতলে ছোট দলও চাঙা হয়ে যায়। ম্যাচ হারলে বড় দলও বিড়ালের মতো হয়ে যায়। চারটা ম্যাচ পরপর হেরে হতাশ ছিলাম। টানা তিনটা জিতলাম, এখন চাঙা আছি।’
গত আসরে দলটি মাত্র দুইটি জয় পেয়েছিল। আর এবার চট্টগ্রামেই তিনটি জয় পেল তারা। মোট আট ম্যাচের চারটিতে জিতে সেরা চারে অবস্থান করছে দলটি। আগের আসরের স্মৃতি তুলে ধরতে গিয়ে বিজয় আরও বলেন, ‘আগেরবারের খারাপ ফল মাথায় অবশ্যই এসেছে। কেন আসবে না? মনে হচ্ছিল, খারাপ যাচ্ছে। চার ম্যাচ হারার পর এখানে যখন জিতালাম তখন দুই বছরে সব মিলিয়ে আমাদের জয় হলো চারটি। আমরা হতাশ হচ্ছিলাম। ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়িয়েছে। এখন ঠিক আছি।’
এ জয় থেকে সামনের ম্যাচগুলোতে জয়ের আত্মবিশ্বাস পেয়েছেন বলে জানান বিজয়। আর তাই এবার ঢাকা পর্বেও জিতবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ক্যাচের গুরুত্ব বুঝতে পারছে না বরিশাল!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন