ম্যাচ হারের প্রতিক্রিয়ায় যা বললেন মাশরাফি
বাংলাদেশের জিততে তখন প্রয়োজন ছিল ৫১ বলে ৩৯ রান। হাতে উইকেট ছয়টি। পিচে আছেন শতক পূর্ণ করা ইমরুল কায়েস ও সেট ব্যাটসম্যান সাকিব আল হাসান। অথচ এমন অবস্থা থেকেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত এই ম্যাচে ২১ রানে হেরেছে স্বাগতিক দল।
এমন অবস্থা থেকে ম্যাচটি জিততে না পারা খুবই হতাশার বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই ধরনের ম্যাচ হারলে খারাপই লাগে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই ম্যাচ আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। একেবারেই জেতার মতো অবস্থায় গিয়ে হারাটা আমাদের জন্য খুবই হতাশার। আসলে এর জন্য কাউকেই দোষ দেওয়া যায় না। এ রকম ম্যাচ হারলে খারাপই লাগে। দলের সবাই এতে খুবই হতাশ।’
এমন হার মেনে নেওয়া কঠিন বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘এই ধরনের হার মেনে নেওয়া আসলেই কঠিন। শেষ দিকের ব্যাটসম্যানরা একটু সতর্কভাবে খেললে তাহলে হয়তো আমরা জিতেও পারতাম।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন