ম্যাচ হেরে কোহলিকে ধরে মাঠে মধ্য যা করলেন শাহরুখ
টিম হেরে গেলে সাধারণত তাকে ইডেনে নেমে বিশেষ কিছু করতে দেখা যায় না। কিন্তু সোমবার শাহরুখ খান শুধু ইডেনে নামলেনই না, ছোট্ট আব্রামের হাত ধরে রীতিমতো চক্কর দিলেন। ঘুরে শেষ পর্যন্ত ক্লাবহাউস লন লাগোয়া আরসিবি ডাগআউটের সামনে। আর ঠিক তখনই রাতের ইডেনের সবচেয়ে মায়াবী মুহূর্তটা তৈরি হল!
ক্লাবহাউস লনে দাঁড়িয়ে কিং খান। ক্লাবহাউস লনে দাঁড়িয়ে কিং কোহলি। পাঁচ হাত ব্যবধানে মুখোমুখি দুই রাজা।
শুষ্ক হাত মেলানো? নাহ্, হল না। যন্ত্রণাকাতর মুখে মহানায়কের পিঠ চাপড়ে দেওয়া? এটাও হয়নি। পাশ দিয়ে সোজা হেঁটে যাওয়া? ধুর, শাহরুখ খানের ডিকশনারিতে ও সব আছে নাকি?
কিং খান সোজা কিং কোহলিকে জড়িয়ে ধরলেন! জড়িয়ে ধরলেন তাকে, যিনি তার প্রাণের কেকেআরকে রক্তাক্ত করে ম্যাচ নিয়ে চলে গিয়েছেন পাঁচ মিনিট আগে!
মাঝরাতের ইডেনে দাঁড়িয়ে মনে হচ্ছে, ঠিকই আছে। রাত আটটা থেকে পরবর্তী সাড়ে তিন ঘণ্টায় ইডেন যা যা দেখেছে, যা যা করেছে, তাতে দ্বিতীয় কোনও টিমের অস্তিত্ব কোথায় ছিল? মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজ— গঙ্গাবক্ষের বিভিন্ন লোকেশনে যে গর্জনটা মুহুর্মুহু আছড়ে পড়ছিল পার্শ্ববর্তী স্টেডিয়াম থেকে, কী ব্যাখ্যা হয় তার?
কেকেআর, কলকাতার এত দিনের হৃদয় কেকেআর, তার তো কোনও চিহ্ন থাকল না। বিরাট কোহলি নামক অনন্ত আবেগের খরস্রোতের সামনে পড়ে ধুয়েমুছে সাফ হয়ে গেল! বলিউড-রাজা আজ ক্রিকেটের রাজাকে জড়িয়ে ধরবেন না তো আর কবে ধরবেন? তিনি বাজিগর, প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়ে জেতার মাধুর্য তার চেয়ে ভাল আর কে বুঝবেন?
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন