ম্যাজিক মাশরুমের ১০ প্রভাব জেনে নিন
শুধু দেহের নয়, মানুষের মানসিক অবস্থারও পরিবর্তন করতে পারে মাশরুম। মাশরুম খেতে যারা পছন্দ করেন তারা হয়ত ম্যাজিক ম্যাশরুমের না শুনেছেন। এটি মাশরুমের একটি বিশেষ প্রজাতি, যার আসল নাম শ্রুমস (shrooms)। এ মাশরুমটির রয়েছে বহু উপকারিতা। এ লেখায় তুলে ধরা হলো ম্যাজিক মাশরুম খাওয়ার কিছু প্রভাব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. আপনার কল্পনাশক্তি বাড়বে।
২. সময়কে ধীর মনে হবে।
৩. মস্তিষ্কের বিভিন্ন অংশে এটি কাজ করতে পারে। এ কারণে আপনি হয়ত শব্দ দেখতে পাবেন কিংবা রং শুনতে পাবেন!
৪. ক্যান্সার রোগীদের এ মাশরুম প্রয়োগে উদ্বেগ ও মানসিক চাপ কমে।
৫. মানসিকভাবে নানা সমস্যায় আক্রান্ত কিংবা বিষণ্ণতার রোগীরা এর প্রভাবে সাময়ীকভাবে সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন।
৬. আপনার চোখের মনি আগের তুলনায় বড় হতে পারে।
৭. আপনার শরীরে শীথিলতা আসতে পারে।
৮. বিপরীত প্রতিক্রিয়া হিসেবে আপনার অতিরিক্ত উদ্বেগ ও উত্তেজিত হয়ে উঠতে পারেন।
৯. অধিকাংশ ক্ষেত্রেই এর প্রভাব শুরু হয় ২০ থেকে ৯০ মিনিটের মধ্যে। পরবর্তী ১২ ঘণ্টা এ প্রভাব থাকে।
১০. এ ধরনের মাশরুমের সঙ্গে এইচপিপিডি নামে একটি বিশেষ সমস্যার যোগসূত্র থাকতে পারে। এ সমস্যায় হেলুসিনেশন দেখা দিতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন