ময়নাতদন্তকারী ডাক্তারকে ফের জিজ্ঞাসাবাদ
মঙ্গলবার সন্ধ্যার দিকে কুমিল্লা সিআইডি কার্যালয়ে তনুর প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক শারমিন সুলতানাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। ১০ এপ্রিলও এ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
এছাড়া সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে সিআইডি ঢাকার সিনিয়র পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে একটি দল আবারো কুমিল্লা সেনানিবাস পরিদর্শন করেছে।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিআইডির দলটি কুমিল্লা সেনানিবাসে প্রবেশ করে বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করে। এ সময় সিআইডির এ দলটি তনুর লাশ পাওয়ার স্থান পুনরায় পরিদর্শন ও তথ্য-উপাত্ত সংগ্রহ ছাড়াও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিকেলে সিআইডির এ দলটি ক্যান্টনমেন্ট বোর্ডের গেস্ট হাউজে বৈঠক করে। কিন্তু বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেছে সিআইডি।
গত ২০ মার্চ তনু হত্যাকাণ্ডের পর পুলিশ ও ডিবির পর মামলাটি বর্তমানে তদন্ত করছেন কুমিল্লা সিআইডির পরিদর্শক গাজী মো. ইব্রাহিম। গত ৩০ মার্চ সিআইডি ঢাকার সিনিয়র পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত সহায়ক কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে সন্ধ্যায় সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান বলেন, ‘মামলার তদন্তে ঢাকার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমরা আজও সেনানিবাসের ভেতর গিয়ে মামলার বিষয়ে নানা তথ্য সংগ্রহ ও তনুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি।’ তবে ক্যান্টনমেন্ট বোর্ডের গেস্ট হাউজে সভা কিংবা ময়নাতদন্তকারী চিকিৎসককে জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন