ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো নার্গিসের মরদেহ
হাইকোর্টের নির্দেশে ময়নাতদন্তের জন্য খুলনার নার্গিস বেগমের মরদেহ কবর থেকে তোলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বসুপাড়া কবরস্থান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ তোলা হয়। এসময় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরদেহটি সুরতহাল করে খুলনা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গত ২৪ মে এক রিট আবেদনের শুনানি শেষে, নার্গিস বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।
এছাড়া, ময়নাতদন্তের পর ১৬ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। গত ৯ ই মার্চ মায়ের চিকিৎসার জন্য সন্তানকে সাথে নিয়ে ভারতে যান নার্গিস বেগম। এর পরদিন ১০ মার্চ ট্রেনে করে কলকাতা যাওয়ার পথে অন্ধ মা ও মেয়েকে ট্রেন থেকে নামিয়ে দিয়ে নার্গিসকে গণধর্ষনের পর হত্যা করে দুর্বৃত্তরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন