ময়মনসিংহের দুই আসনে উপ-নির্বাচন ১৮ জুলাই
ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৮ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন বৃহস্পতিবার এ তফসিল ঘোষণা করে।
ইসি জানায়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুন। আর বাছাই হবে ২২ জুন, প্রত্যাহারের শেষ সময় ২৯ জুন।
ইসির পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, এ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ২০ জুন পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করতে পারবেন। ২২ জুন মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৯ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
৩০ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর ১৮ জুলাই ভোট দিয়ে এ দুই সংসদীয় আসনের জন্য নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন ভোটাররা।
প্রসঙ্গত, ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ প্রমোদ মানকিন মারা যান গত ১১ মে। গারো সম্প্রদায়ের ৭৭ বছর বয়সী এই প্রতিনিধি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির গত ২ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ৭১ বছর বয়সী ফকির গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন