ময়মনসিংহে আ’লীগের ১২ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১১ ইউনিয়ন পরিষদের (৩য় ধাপ) ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী ১২জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞতিতে জানানো হয়, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত মোতাবেক দলের সদস্যপদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
দল থেকে বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. আজিজুল ইসলাম, সাবেক কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এবি সিদ্দিক, নান্দাইল উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন কাজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মেজর জেনারেল অব. আব্দুস সালামের ভাতিজা মো. আবু নাঈম ভুইঁয়া ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভুইঁয়া, উপজেলা শ্রমিকলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন, সিংরইল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাসিম উদ্দিন, আচারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. সারোয়ার হোসেন আদিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু, আওয়ামী লীগের কার্যকরী সদস্য বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল ওয়ানিছ, খারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আফাজ উদ্দিন।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জানান, বিদ্রোহী হিসাবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ধারা অনুযায়ী তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমানে নির্বাচিত চার জন ইউপি চেয়ারম্যান রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন