ময়মনসিংহে উত্ত্যক্তকারীর হামলার শিকার গৃহবধূর মৃত্যু
ময়মনসিংহের তারাকান্দায় উত্ত্যক্তকারীর হামলার শিকার গৃহবধূ সাহিদা বেগম (৪৫) মারা গেছেন। আজ সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজের হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গত ৬ ডিসেম্বর রাতে স্থানীয় হাজি গোলাম রসুল ও তাঁর লোকজনের লাঠির আঘাত ও ধারালো অস্ত্রের কোপে সাহিদা মারাত্মক আহত হন।
পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাহিদা বেগমের বাড়ি তারাকান্দা উপজেলার দোহার গ্রামে। স্থানীয় গোলাম রসুল তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। প্রায় নয় মাস আগে তারাকান্দা থানায় এ বিষয়ে একটি মামলা করেন সাহিদা। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। রসুল ফের সাহিদাকে উত্ত্যক্ত করতে থাকেন এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। এ পর্যায়ে গত ৬ ডিসেম্বর রাতে দোহার বাজার থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে হাজি রসুল ও তাঁর দুই ভাই, ছেলেসহ পাঁচজন সাহিদার ওপর হামলা চালান। তাঁরা সাহিদার মাথায় লাঠি দিয়ে পেটান এবং ধারাল অস্ত্র দিয়ে কোপান। এ সময় তাঁর মেয়ে মর্জিনা আক্তার (১৫) আহত হয়।
সাহিদার স্বামী আবদুল লতিফসহ পরিবারের সদস্যদের অভিযোগ, হাজি রসুলকে পুলিশ আটক না করায় এ ঘটনা ঘটেছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, হাজি রসুলের নামে সাহিদার দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। মামলাটি বিচারাধীন। সাহিদার মৃত্যুর ঘটনায় মামলা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন