ময়মনসিংহে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলো মনোয়ারা বেগম (৩৫), তাঁর ছেলে সাকিবুর হাসান (৫), মনোয়ারার শাশুড়ি ফাতেমা বেগম (৬০) ও সিএনজিচালিত অটোরিকশার চালক চান মিয়া (২৫)। তাদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। চান মিয়ার বাড়ি নান্দাইল উপজেলার চারআনিপাড়ায় ।
দুর্ঘটনায় আহত দুজন হলেন মনোয়ারার স্বামী ইসহাক (৪৫) ও তাঁর সাত মাস বয়সী মেয়ে খাদিজা। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, দুপুরে ময়মনসিংহ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা ঈশ্বরগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। তিনি আরো বলেন, হতাহতরা গাজীপুরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন