ময়মনসিংহে কলেজ সরকারীকরণের দাবিতে হরতাল
ময়মনসিংহের ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারীকরণের দাবিতে আধবেলা হরতাল পালন করছে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
আজ সোমবার সকালে রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও মিছিল করে হরতাল সমর্থকরা।
মিছিলে পুলিশের লাঠিপেটায় শিক্ষক-কর্মচারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ইকবাল হোসেন ও কর্মচারী মুসলেম উদ্দিন।
আন্দোলনকারী ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক রুহুল আমীন জানান, ১৯৭২ সালে ফুলবাড়িয়া অনার্স কলেজ প্রতিষ্ঠা লাভ করে। কলেজ সরকারীকরণের সব নীতিমালা অনুসরণের পর কলেজ সরকারীকরণের জন্য ২০১৫ সালের ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিদর্শক দল পাঠানো হয়।
কিন্তু রহস্যজনক কারণে এই কলেজটি বাদ দিয়ে ফুলবাড়িয়া নন-এমপিওভুক্ত বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজকে সরকারীকরণ করে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। এই কলেজটি ২০১০ সালে প্রতিষ্ঠা করেন স্থানীয় সংসদ সদস্য মো. মুসলেম উদ্দিন।
হরতালে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ছাড়াও সাধারণ মানুষ সমর্থন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন