ময়মনসিংহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য খুন
ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাবেক ওয়ার্ড মেম্বার জালাল উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। আহতরা হলেন, এই ইউনিয়নের গুজিখা গ্রামের আল আমিন (৩০), মানিক (৩২), রিংকু (২২), নওগা গ্রামের সাইদুর (৩৫), রমজান (৪৫), আবু চাঁন (২৫), আপন (১৯), আজিজুল (৩০) ও পথচারী শিশু রাসেল (১০)। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার সঙ্গে জড়িত অভিযোগে তাজ্জত আলী (৪৫) ও নবী হোসেন (৫৫) নামে দুইজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।
স্থানীয় লোকজন জানায়, সোমবার গভীর রাতে নওগার তাজ্জত আলীর অটোরিকশা চালক মোহাম্মদকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখায় জালাল উদ্দিন জিজ্ঞাসাবাদ করেন। এতে তাজ্জত আলী ক্ষিপ্ত হয়ে পরদিন দুপুরে দলবল নিয়ে গুজিখা গ্রামে জালাল উদ্দিনের বাড়িতে সশস্ত্র হামলা চালায়।
এ সময় সংঘর্ষে জালাল উদ্দিনসহ উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হন। আহত জালাল উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোর্শেদুল হাসান খান এ ঘটনায় জড়িত দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন