ময়মনসিংহে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু
বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী সাতটি করে জেলার নানা সমস্যা নিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে দুই দিনব্যাপী সীমান্ত সম্মেলন। শহরের খাগডহরের একটি হোটেলে আজ বুধবার সকাল ৯টায় দুই দেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা ম্যাজিস্ট্রেটদের অংশগ্রহণে এ সম্মেলন শুরু হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে ভারতের ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়েছেন। বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছেন ৩০ কর্মকর্তা। দ্বিপক্ষীয় সমঝোতা সইয়ের মাধ্যমে এই সম্মেলন শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। শেষদিন আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যম কর্মীদের জানানো হবে।
সীমান্ত সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশের সাত জেলা হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট। আর ভারতের সাত জেলা হলো ইস্ট খাসি হিলস শিলং, সাউথ ওয়েস্ট খাসি হিলস, সাউথ গারো হিলস, ওয়েস্ট গারো হিলস, ইস্ট জয়ন্তিয়া হিলস, ওয়েস্ট জয়ন্তিয়া হিলস ও সাউথ ওয়েস্ট গারো হিলস। ১৪টি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, বিজিবি, বিএসএফ, রাজস্ব কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা সম্মেলনে অংশ নিয়েছেন।
এই সম্মেলনে সম্ভাব্য এজেন্ডা হিসেবে রয়েছে সীমান্তে অনুপ্রবেশ, মাদক, চোরাচালানসহ অন্যান্য সীমান্ত অপরাধ, সীমান্ত পিলার সমস্যা, দুই দেশের মধ্যে বন্দি বিনিময়, কাঁটাতারের বেড়া, সীমান্ত ব্যবস্থাপনা কমিটি গঠন, সীমান্ত হাট এবং দুই দেশের সংস্কৃতি ও খেলাধুলা বিনিময়।
সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এবং ভারতের প্রতিনিধিত্ব করছেন শিলং জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) শ্রী পিএস দিখার।
গত সোমবার ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী জানান, ভারত-বাংলাদেশের ৮৮১ দশমিক ৩ কিলোমিটার বর্ডার এলাকায় বিভিন্ন জায়গায় ইমিগ্রশন পয়েন্ট স্থাপন, ডাবল এন্ট্রি ভিসা ইস্যু চালু, স্থলবন্দরের সংখ্যা বৃদ্ধি, জেলার ধোবাউড়ায় ঘোষগাঁও এলাকায় একটি বর্ডার হাট স্থাপনের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি, সীমান্ত সড়ক নির্মাণের মাধ্যমে বন্ধুত্ব আরো বাড়ানোর বিষয় আলোচনায় উঠে আসবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন